যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ। ফাইনাল পোল ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। এখন অপেক্ষার
প্রহর গুনছে সবাই। এর আগে গতকাল (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে
শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট
নির্বাচনে কে জিতবে অনেকটাই নির্ভর করছে ৭টি স্যুইং স্টেট এর ফলাফলের ওপর। প্রেসিডেন্ট
নির্বাচিত হওয়ার জন্য যে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন তার ৯৩টিই আসবে এই সাতটি অঙ্গরাজ্য
থেকে। এই অঙ্গরাজ্য গুলো হল, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা,
পেনসিলভানিয়া ও উইসকনসিন।
বিবিসি থেকে
পাওয়া সর্বশেষ তথ্যমতে ক্যারোলাইনার পর এবার জর্জিয়াতেও জয় পেয়েছে ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক অভিক্ষেপ মোতাবেক সুইং ষ্টেটগুলোর মধ্যে বাকি ৫টিতেও এগিয়ে আছেন ট্রাম্প।
এই জয়ের পর
ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬টিতে।
যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হবে।
এদিকে নিউইয়র্ক টাইমস পত্রিকাটির পূর্বাভাস বলছে, চলতি এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।
আরও পড়ুন- নর্থ ক্যারোলাইনার পর এবার জর্জিয়ায় ট্রাম্পের জয়
সাত স্যুইং স্টেটের মধ্যে নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়
নতুন প্রেসিডেন্টের অপেক্ষায় হোয়াইট হাউজ
ট্রাম্পের সমর্থনে ইলন মাস্কের বিতর্কিত ভিডিও শেয়ার
ট্রাম্প নিয়ে জলহস্তীর ভবিষ্যদ্বাণী!
৭ স্যুইং স্টেটের ৪টিতে এগিয়ে ট্রাম্প
আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন