যুক্তরাষ্ট্রের
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবে অনেকটাই নির্ভর করছে ৭টি স্যুইং স্টেট এর ফলাফলের
ওপর। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন তার ৯৩টিই
আসবে এই সাতটি অঙ্গরাজ্য থেকে। এই অঙ্গরাজ্য গুলো হল, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান,
নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন।
বিবিসি থেকে
পাওয়া সর্বশেষ তথ্যমতে এই সাত স্যুইং স্টেটের মধ্যে চারটিতে এগিয়ে আছে্ন রিপাবলিকান
প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নেভাডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং অ্যারিজোনায় ট্রাম্পের
প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে উইসকন্সিন
ও মিশিগানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
বাকি থাকা আরেক স্যুইং স্টেট পেনসিলভানিয়াতে দুজনেরই সমতা লক্ষ্য করা গেছে।
সূত্রঃ বিবিসি