সময়টা ২০১১ সাল। তখন অনার্সের ছাত্রী রোমানা আক্তার। সেই সময়ই তার জীবনে আসে নতুন অধ্যায়, বিয়ে। তখন সংসার আর পড়াশোনা দুইটাই একসাথে সামলাতে হয়েছে তাকে। তবু তিনি হাল ছাড়েননি। চেষ্টা চালিয়ে গেছেন। নোয়াখালী সুবর্ণচরের পশ্চিম চরজুবলীতে জন্ম ও বেড়ে ওঠা তার। ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন সাহস আর দৃঢ় মনোবল নিয়ে। এখন তিনি একজন সফল শিক্ষক এবং স্বনির্ভর নারী উদ্যোক্তা।
নিজেই কিছু করার প্রবল আকাঙ্ক্ষা থেকে তিনি গড়ে তুলেছেন স্বপ্নের প্রতিষ্ঠান; ‘মুনিয়া বুটিক্স’ ও ‘মুনিয়া’স কিচেন’। শূন্য হাতে শুরু হলেও পরিবার, স্বামীর অবিচল সহযোগিতা এবং দুই ভাই নোমান ছিদ্দিক রুমন ও মাহবুবুল আলম সজীবের অনুপ্রেরণায় তিনি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন। আজ তিনি একজন স্বাবলম্বী নারী। এত ব্যস্ততার ফাঁকফোকরের মধ্যে থেকেও তিনি প্রাণিবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করেছেন।
রোমানা বলেন, “আমি যখন ব্যবসা শুরু শুরু করি। তখন অনলাইন ব্যবসা এতটা জনপ্রিয় ছিল না। অনেকেই বলত, ‘একজন মেয়ে কি এটা পারবে?’ কিন্তু আমি কোনো কথা কর্ণপাত করিনি। শুধু নিজের ওপর বিশ্বাস রেখে শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন নিজেকে অনেকটা সফল একজন উদ্যোক্তা মনে করি।”
ঘর থেকেই রোমানার উদ্যোক্তা জীবনের শুরু। সেসময় অনেকে কটূক্তি করলেও তিনি থেমে যাননি। দৃঢ় মনোবল ও একাগ্রতায় গড়ে তোলেন ‘মুনিয়া বুটিক্স’ ও ‘মুনিয়া’স কিচেন’-এর সাফল্য।
‘মুনিয়া বুটিক্স’-এ পাওয়া যায় মেয়েদের ঐতিহ্যবাহী ও আধুনিক পোশাকের বৈচিত্র্য পাকিস্তানি থ্রি-পিস, ইন্ডিয়ান লাসকারা, বুটিক-বাটিক, ওয়ান পিস, টু পিস ও কুর্তি কালেকশন। পাশাপাশি রয়েছে বেডশিট, কসমেটিকস, দেশীয় পিঠা, ফ্রোজেন আইটেম ও মৌসুমি আচার। অপরদিকে ‘মুনিয়া’স কিচেন’-এর মাধ্যমে তিনি অর্ডারভিত্তিক ঘরে তৈরি খাবার সরবরাহ করেন বিভিন্ন অনুষ্ঠান ও প্রোগ্রামে।
শিক্ষকতা রোমানার উদ্যোক্তা জীবনে এনেছে শৃঙ্খলা ও দৃষ্টিভঙ্গির নতুন মাত্রা। তিনি বলেন, “শিক্ষকতা আমাকে শিখিয়েছে পরিকল্পনা। শৃঙ্খলা আর মানবিক যোগাযোগের গুরুত্ব। এই তিনটি জিনিসই উদ্যোক্তা জীবনে আমাকে এগিয়ে দিয়েছে।” শিক্ষক হিসেবে সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের চাহিদা বোঝা। যোগাযোগ স্থাপন সবকিছুই ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়েছে। তার মতে, শিক্ষকতা তাকে দিয়েছে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও দূরদর্শিতা। যা একজন উদ্যোক্তার সাফল্যের মূল ভিত্তি।
রোমানা বিশ্বাস করেন, বর্তমানে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য অনেক সুযোগ তৈরি হয়েছে। ডিজিটাল মার্কেট, নেটওয়ার্কিং, সরকারি প্রণোদনা ও উদ্যোক্তা প্রশিক্ষণের ফলে নারীরা এখন অনেক এগিয়ে। তবে দক্ষতা, ঋণপ্রাপ্যতা ও সামাজিক মানসিকতার ক্ষেত্রে আরও উন্নতি দরকার বলে তিনি মনে করেন।
রোমানা ভবিষ্যত নিয়ে স্পষ্টভাবে ভাবেন। তার সাফল্য দিয়ে সমাজে নতুন সুযোগ তৈরি করতে চান। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য। শিক্ষক হিসেবে তিনি চান শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে উঠুক। তিনি বিশ্বাস করেন, ধৈর্য, পরিশ্রম আর নিজের স্বপ্নকে মানাই জীবনের সঠিক পথ।
রোমানা বলেন, “আমি চাই আমার সন্তানরা শিক্ষাদীক্ষায় আলোকিত হোক। কিন্তু শুধু চাকরি করতে নয়। নিজের পথ তৈরি করুক। নিজের স্বপ্ন পূরণ করুক।”
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
