× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতে ত্বকের যত্ন

ডেস্ক রিপোর্ট

২৩ অক্টোবর ২০২৫, ১৭:১২ পিএম

হেমন্তের হালকা ঠান্ডা হাওয়ার সঙ্গে শীতের আগমন শুরু হয়। ত্বকে আসে পরিবর্তন। তখন বাতাসে আর্দ্রতা কমতে থাকে ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ ও খসখসে। তাই শীত শুরুর আগেই ত্বক মসৃণ ও সুস্থ রাখতে ত্বকের যত্নে নিতে হবে বিশেষ প্রস্তুতি।

ত্বক পরিষ্কার রাখুন

সকালে মুখ ধোয়ার সময় ময়েশ্চারাইজিং ফেসওয়াশ ব্যবহার করতে হবে। কারণ সাবান ব্যবহারে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। মুখ ধোয়ার পর নরম তোয়ালে দিয়ে আলতোভাবে পানি মুছে নিন। এতে ত্বক প্রাণবন্ত থাকে।

আর্দ্রতা বজায় রাখুন

শীতের শুষ্কতা থেকে ত্বককে রক্ষা করতে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমানোর আগে দিনে অন্তত দুইবার লাগানো উচিত। যাদের ত্বক বেশি শুষ্ক, তারা অয়েল বেইজড ক্রিম ব্যবহার করতে পারেন। 

সানস্ক্রিন ব্যবহার করুন

অনেকে মনে করেন শীতে সানস্ক্রিনের দরকার নেই, এটা ভুল ধারণা। সূর্যের অতিবেগুনি রশ্মি শীতেও ত্বকের ক্ষতি করে। তাই বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

পর্যাপ্ত পানি পান করুন

তৃষ্ণা কম লাগলেও শরীর ও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত পানি পান করা জরুরি। দিনে কমপক্ষে ৮ গ্লাস পানি পান করুন। চাইলে ত্বকের আর্দ্রতা বাড়াতে দিনে একবার ফলের রস বা লেবুর শরবত খেতে পারেন।

স্বাস্থ্যকর খাবার 

ত্বক শুধু বাহির থেকে নয়, ভেতর থেকেও পুষ্টি চায়। তাই খাদ্যতালিকায় রাখুন ভিটামিন ‘সি’ ও ‘ই’-সমৃদ্ধ খাবার যেমন—কমলা, পেয়ারা, গাজর, শাকসবজি, বাদাম ইত্যাদি। এগুলো ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে।

গরম পানি পরিহার করুন

গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। তাই চেষ্টা করুন কুসুম গরম পানি ব্যবহার করতে। গোসলের পর সঙ্গে সঙ্গে শরীরে ময়েশ্চারাইজার লাগান, এতে আর্দ্রতা ত্বকের ভেতরে ধরে রাখা সহজ হবে।

পর্যাপ্ত ঘুম 

ক্লান্তি দূর করতে পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমান। মানসিক চাপ কমাতে ধ্যান বা হালকা ব্যায়ামও ত্বককে সুন্দর রাখতে সহায়তা করে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.