× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাসেলস ভাইপার সাপ আতংকে পদ্মাপাড়ের মানুষ

সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদী (পাবনা)

০৬ জুলাই ২০২৪, ১২:৪৫ পিএম

বিষধর সাপ রাসেলস ভাইপার সাপের আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোঃ রুবেল প্রামানিক (২৮) নামের এক কৃষক।

শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পদ্মানদীর চরে চাষকৃত কলার বাগান ক্ষেতে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়।

আহত রুবেল প্রামানিক ওই ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের রিকাত আলী প্রামানিকের ছেলে।

কৈকুন্ডাগ্রামের প্রত্যক্ষদর্শী রায়হান বিশ্বাস জানান, ঘটনার সময় রুবেলসহ বেশ কয়েকজন কলাবাগান পরিষ্কারের কাজ করতে ছিল। এই সময় রাসেলস ভাইপার সাপ কৃষক রুবেলকে কামড় দেয়। তখন অন্যান্যরা এসে সাপটিকে মেরে ফেলে। দ্রুত ঘটনাস্থল থেকে রুবেলকে উদ্ধারসহ মৃত সাপটিকে বস্তায় ভরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রুবেল চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা ভাল না।

লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেম্বার জিয়াউর রহমান জানান,রাসেলস ভাইপার সাপ আতংকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা, পাকশী ও সাঁড়া এই তিন ইউনিয়নের পদ্মানদী পাড়ের কয়েক হাজার মানুষ ও কৃষক। তবে এই তিন ইউনিয়নের বেশির ভাগ মানুষকেই কৃষি কাজসহ অন্যান্য কাজের জন্য পদ্মানদীর চরে কৃষি জমিতে যেতে হয়। কৃষকরা মাঠে কাজে যাওয়ার জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করেন। পায়ে প্লাস্টিকের গাম বুট জুতা পরিধান করেন। হাতের নিকট লাঠি রাখেন। তারপরও ইতোমধ্যেই রাসেলস ভাইপার সাপে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের এক কৃষক মারা গেছেন।

সাঁড়া ইউনিয়নের শিক্ষক মোঃ শহীদুল্লাহ খান জানান, ইউনিয়নটি পদ্মানদীর কুল সংলগ্ন। সাপটি মুলত পদ্মানদীর পানির সঙ্গে ভেসে আসছে। এরপর ডাঙ্গার ঝোপ ঝাড় ও গর্তে প্রবেশ করছে। কিন্তু পদ্মানদী ও বৃষ্টির পানিতে ডাঙ্গা, গর্ত ও ঝোপঝাড়ে পানি উঠে ভরে যাওয়ার কারণে সাপগুলো লোকালয়সহ কৃষি জমিতে উঠে আসছে। প্রতিনিয়তই রাসেলস ভাইপারসহ অন্যান্য সাপ মেরে ফেলার খবর আসছে। একই সঙ্গে সাপের কামড় মারার খবরও পাওয়া যাচ্ছে। এখন সাপ আতংকে সাড়ার পদ্মানদীর পাড়ের সকল শ্রেনীর মানুষ।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম শামীম জানান, শুধু রাসেলস ভাইপার সাপই নয়, যেকোন সাপের কামড় থেকেই সাবধানে থাকতে হবে। সাপে কামড় দেওয়ার পর আংতকিত হওয়া যাবে না। ওঝার নিকট না গিয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ে আহত রোগিদের জন্য এন্টিস্নেন্যাক ভেনম রয়েছে। উপজেলা পর্যায়ে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে রোগিদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ডাক্তার শামীম আরও জানান, সারা বছরই সাপের কামড়ে আক্রান্ত হয়ে রোগিরা হাসপাতালে আসেন। কিন্তু বর্ষা মৌসুমে সাপে কামড়ে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.