× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার ২ কুকুরের বিশ্বরেকর্ড

সংবাদ সারাবেলা ডেস্ক

১৫ জুন ২০২৩, ০২:৪১ এএম

বিশ্বরেকর্ড করতে অনেকেই অনেক ধরনের কাজ করেন। বেশিরভাগই থাকে অদ্ভুত কাজ। তবে বিশ্বরেকর্ডের তালিকায় শুধু মানুষ নয়, কুকুর, বিড়ালসহ অন্যান্য অনেক প্রাণী আছে। এবার দুই কুকুর বিশ্বরেকর্ড করলো তাদের বয়স এবং জিহ্বার জন্য। এর আগেও অনেক কুকুর বিশ্বরেকর্ড করেছে।

সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম যুক্ত হয়েছে জোয়ি ও ববি নামের দুটি কুকুরের। জোয়ি বিশ্বের দীর্ঘতম জিভের জন্য রেকর্ডটি করেছে। তার জিভের দৈর্ঘ্য ১২.৭ সেন্টিমিটার, যা কি না একটা সোডার ক্যানের চেয়েও বড়!

জোয়ি জার্মান শেফার্ড এবং ল্যাব্রাডরের মিশ্র প্রজাতিভুক্ত। জোয়ির মালিক সাদি এবং ড্রিউ উইলিয়ামসের বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতে। মাত্র ৬ মাস বয়সে তারা জোয়িকে এনেছিলেন। ছোট্ট জোয়ি যখন জিভ বের করত, তখনো একই রকম অবাক হতেন সাদি এবং ড্রিউ। জোয়ির জিভ যেন একটু বেশিই লম্বা! কিন্তু তখন বিশেষ পাত্তা দেননি তারা, ভেবেছিলেন, কুকুরটি বড় হলেই হয়তো বিষয়টা ঠিক হয়ে যাবে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে জোয়ির জিভের দৈর্ঘ্য কমার বদলে আরও বাড়তে থাকে। তবে এতে গিনেস বুকে নাম উঠে যায় তার।

অন্যদিকে ববি বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর জীবিত এবং সবচেয়ে বয়স্ক কুকুর! ববির বয়স ৩১ বছর। ১৯৯২ সালের ১১ মে জন্মগ্রহণ করে ববি। বর্তমানে পর্তুগিজ গ্রামে তার মালিক লিওনেল কস্তার সঙ্গে বসবাস করে। তবে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার বেশিরভাগ সময় কাটে বিশ্রাম ও বাড়ির অন্যান্য বিড়াল ও কুকুরদের সঙ্গে আড্ডা দিয়ে।

ববি খাবার খায় মানুষের মতো। যে কোনো দাওয়াতে গেলে সেখানে মানুষেরা যেসব খাবার খায় সেগুলোই দিতে হয় ববিকে। এছাড়া গানের তালে তালে নাচতে পছন্দ করে ববি। দিনের বেশিরভাগ সময় বৃদ্ধ মানুষের মতো ঘুমিয়ে কাটায় সে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.