× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দূষণে মারা যাচ্ছে মেঘনার ছোট মাছ

তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

৩০ মার্চ ২০২৩, ০৪:৫৭ এএম

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীর পানি গত কয়েকদিন থেকে বিবর্ণ হয়ে পড়েছে। পানি দূষণের ফলে ছোট প্রজাতির মাছ মারা যাচ্ছে। এতে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷

মতলব উত্তর উপজেলার ষাটনলের বাবু বাজার, বাহাদুরপুর,মোহনপুর, এখলাছপুর ও জহিরাবাদ এলাকায় গত ৩/ ৪ দিন যাবত এসব ছোট প্রজাতির মাছ ও ছোট প্রজাতির জলজপ্রাণী নদীর পাড়ে মরে পড়ে থাকতে দেখা যায় ৷

পাশাপাশি পানি দূষণের ফলে পরিবেশ পড়েছে হুমকির মুখে। ঢাকার বুরিগঙ্গা, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও মুন্সিগঞ্জ এলাকার নদীর পাশে থাকা কলকারখানার বিষাক্ত বর্জ্য ও কেমিকেল নদীতে ফেলার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানায় স্থানীয়রা।

জানা যায়, ঢাকা ও নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কলকারখানার বিষাক্ত কেমিকেল ও বিভিন্ন বর্জ্য বুরিগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়। নদীতে বিষাক্ত বর্জ্য ফেলায় উজান থেকে বেয়ে ভাটার দিকে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীর পানির সঙ্গে মিশে পানির রং বিবর্ণ হয়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এতে মেঘনা নদীর পানি দূষণে পানিতে বাস করা ছোট প্রজাতির মাছ মারা যাচ্ছে।

মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম জানান, নদীতে মাছ মারা যাওয়ার বিষটি আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষকে অবহিত করেছি ৷ তারা পানি পরীক্ষা করলে যানা যাবে কি কারণে এসব মাছ মারা যাচ্ছে ৷

তিনি বলেন, চেউয়া মাছসহ নদীর ছোট প্রজাতির মাছ মারা যাচ্ছে তবে ছোট  প্রজাতির জলজপ্রাণী মারা যাওয়ার বিষয়টি এখনও আমরা নিশ্চিত নয় ৷

মৎস্য ব্যবসায়ী  ফুলচাঁন জানান, প্রতি বছর এসময়ে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার বিষাক্ত পানি মেঘনা নদীর পানির সঙ্গে মিশে আমাদের ষাটনল এলাকা সংলগ্ন মেঘনা নদীর ছোট প্রজাতির মাছ মারা যায়, তার সাথে নদীতে থাকা ছোট প্রজাতির জলজপ্রাণীও মারা যায় ৷ এই বিষাক্ত পানি যতদূর যায় ততদূর পর্যন্ত ছোট মাছ মারা যায় এবং পানি বিষাক্ত হওয়ার কারণে বড়় মাছগুলো পানির গভীরে চলে যায় ৷

নদীর পাড়ে বসবাসকারী একাধিক বাসিন্দা জানান, গত কয়েকদিন থেকে নদীর পানির রং বিবর্ণ হতে থাকে। এরপর থেকে পানিতে থাকা জলজপ্রাণী, কীটপতঙ্গ ও মাছ মারা যায়। বিভিন্নভাবে সেসব মরা মাছ ধরছেন তারা। প্রতি বছরই এমন ঘটনা ঘটছে ৷

তারা আরো বলেন, রান্না-বান্নাসহ নিত্যপ্রয়োজনীয কাজে ব্যবহার করা হয় নদীর পানি। কল কারখানায় ব্যবহৃত বর্জ্য  বিষাক্ত ক্যামিকেল নদীতে ফেলার ফলে মারা যাচ্ছে মাছ ও জলজপ্রাণী। কিছুদিন পর নদীর ওপর নির্ভরশীল মৎস্যজীবীরা মাছ ধরতে পারবে না। ফলে জীবিকা নিয়ে বিপাকে পড়বে তারা।

বিষয়টি নিয়ে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেয়া জরুরি বলেও জানান তারা ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.