× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফখরুল ও আব্বাসকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর ২০২২, ০০:৩৩ এএম । আপডেটঃ ০৯ ডিসেম্বর ২০২২, ০০:৩৫ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান হারুন অর রশীদ।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ৩টা ২০ মিনিটের দিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ আটক করে বলে অভিযোগ ওঠে। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানান।

এরই মধ্যে আজ ভোরে আটক নিয়ে বিস্তারিত কথা বলেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। তিনি বলেন, ‘ডিবি পুলিশের চার সদস্য বাসার ওপরে এসেছিলেন এবং বাকি চারজন নিচে ছিলেন। সম্প্রতি তার (মির্জা ফখরুলের) নামে দুটি মামলা হয়েছে। তাই কোর্টের নির্দেশেই তাকে নেওয়া হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশের সদস্যরা। তারা আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি।’

তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে মির্জা ফখরুলের বাড়ির আশপাশে টহল দেয় ডিবি। পরে দিবাগত রাত ৩টার দিকে তারা বাসায় আসে। তাকে (মির্জা ফখরুল) আটকের পর ৩টা ২০ মিনিটের দিকে তারা চলে যায়। 

এর কিছুক্ষণ পর অপর এক ডিবি পুলিশ সদস্য মির্জা ফখরুলের ওষুধ নিতে আসেন বলেন জানান রাহাত আরা বেগম।


আরও পড়ুন

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গভীর রাতে আটক করেছে পুলিশ: বিএনপি

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.