× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচিবালয়ে প্রবেশকারী অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

ডেস্ক রিপোর্ট

২৩ অক্টোবর ২০২৪, ১৭:১০ পিএম । আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৪, ১৪:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৭ জনকে আটক করেছে। আটককৃতদের পুলিশের ২টি প্রিজন ভ্যানে তোলা হয়।

আজ (২৩ অক্টোবর) ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন। সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।

তারপরও, শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় আন্দোলন অব্যাহত রাখলে বিকেল পৌনে ৪টার দিকে এদের মধ্যে ৫৩ জনকে আটক করা হয়। 

সচিবালয়ে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে বিক্ষোভ থেকে মোট ৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন- সচিবালয়ে প্রবেশকারী অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.