× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে বিধি-নিষেধ বিষয়ক আলোচনা সভা

ময়মনসিংহ প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২২, ১৪:৩৬ পিএম

ময়মনসিংহে করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় সভার সভাপতি জেলা প্রশাসক বলেন, ‘দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।’

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার নূরে আলম সিদ্দিকি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা সহ বাজার কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত সোমবার ১০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ১১ দফা বিধি-নিষেধ এর ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.