× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহরের ব্যস্ততার মাঝে ঘুরে আসুন আমিন মোহাম্মদ এগ্রোতে

ফরিদ উদ্দিন

২৫ নভেম্বর ২০২৫, ১৮:২৪ পিএম

‘হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,/সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে/অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে/সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;/আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,/আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন..’  তেমনি রাজধানীবাসীর  ক্লান্তি দূর করতে একটু স্বস্তি দিতে আমিন মোহাম্মদ গ্রুপের  অনবদ্য সৃষ্টি আমিন মোহাম্মদ এগ্রো লিমিটেড। যেখানে গেলে প্রকৃতির কাছাকাছি থেকে  জীবনকে উপভোগ করার সুযোগ রয়েছে। 

এখানে গড়ে ওঠেছে নিরিবিলি স্বস্তিময় এক প্রাকৃতিক পিকনিক স্পট। সবুজে ঘেরা পরিবেশ, পুকুর পাড়ের শীতল হাওয়া আর নিরবতার মাঝে প্রকৃতির সঙ্গে কাটানো কিছুক্ষন যেন হয়ে ওঠে পুরো দিনের সেরা মূহুর্ত। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে এখানে সময় কাঠাতে পারবেন সম্পূর্ন নিশ্চিন্তে। প্রসস্ত খোলা যায়গা, পরিছন্ন পরিবেশ আর প্রকৃতির মায়াবিহ সৌর্ন্দয্য মিলিয়ে এটি শহরবাসীর আরাম ও বিনোদনের  হয়ে উঠেছে নতুন ঠিকানা। এখানে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য ইনডোর এবং আউটডোর কিডস জোন। তাছাড়া রয়েছে প্যাটিং জ্যু অর্থাৎ ভেড়া, গরুর বাছুর, হাঁস-মুরগির বাচ্চাদের নিজ হাতে খাওয়ানের সুযোগ। রয়েছে ক্যামেল অবজারভেশন ডেক অর্থাৎ ক্যামেল বা উট গুলোকে নিরাপদ দূরত্বে থেকে ফিডিং বা খাবার দেবার সুযোগ। বড়দের জন্য রয়েছে কায়কিং, নৌকা ভ্রমন এবং ওয়াটার সাইক্লিং ব্যবস্থা। পুকুর পাড়ে রয়েছে হ্যামক কিংবা ঝুলন্ত বিছানার ব্যবস্থা।

যেখান থেকে এগ্রোর সতেজ বাতাস ও সুন্দর্য উপভোগ করার সুযোগ। খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ। যেখানে ক্রিকেট, ফুটবল ও ব্যাটমিনন্টন খেলার সুব্যবস্থা বিদ্ধমান। রাতে বনফায়ার ও বারবি কিউরও সু-ব্যবস্থা রয়েছে। মানুষ যেন প্রকৃতিকে অনুভব করার সুযোগ পায় এটাই আমিন মোহাম্মদ এগ্রোর উদ্দেশ্য। রুমছাড়া এবং রুমসহ ডে-লং প্যাকেজের কয়েকটি ক্যাটাগরতি পিকনিক করা সুযোগ রয়েছে। আমিন মোহাম্মদ এগ্রো মুলত ডেইরি, বুল ফ্যাটেনিং, ফিশারিজ, প্লোট্রি ব্যবসার পাশাপাশি ফরমালিন মুক্ত ফল-ফলাদি ও সবজি উৎপাদন করে থাকেন। এই এগ্রো ফার্মের মধ্যেই সল্প সময়ের ভ্রমন  পিপাসুদের জন্য রয়েছে দৃষ্টিনন্দন পিকনিক স্পট। ভ্রমনকারীদের  সুবিধার জন্য রয়েছে আকর্ষনীয় কয়েকটি প্যাকেজ। এছাড়া আমিন মোহাম্মদ এগ্রো ফার্মটিতে করপোরেট প্রতিষ্ঠানের সেমিনার কিংবা অফিসিয়াল প্রোগ্রাম আয়োজনের সুযোগ রয়েছে। রয়েছে খেলা-ধুলার ইভেন্ট আয়োজনসহ জন্মদিন ও গায়ে হলুদের অনুষ্ঠান করার সুবর্ণ সুযোগ।

যেভাবে যাবেন:

মিরপুর-বেরিবাধ রোডে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আকরান বাজার দিয়ে ডানে খানিকটা গেলেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল সংলগ্ন রজনীগন্ধ্যায় আমিন মোহাম্মদ এগ্রোর অবস্থান।ঢাকার কাছে  উত্তরা সংলগ্ন হওয়াতে যাতায়াতেও সময় লাগবে একবারে কম। সুবিধাজনক প্যাকেজের সূবর্ণ সুযোগ নিতে যোগাযোগ করতে পারেন ০১৮৯৭৬০৭৫৫৬ এবং ০১৮৯৭৬০৭৫৬৬ নাম্বারে কবিতার আরও শেষে বনলতা সেন কবিতার আর কয়েকটি লাইন:-‘সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ-জীবনের সব লেনদেন;/থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন-’ ঘুরিয়ে বললে বলতে হয় আমিন মোহাম্মদ এগ্রো মুখোমুখি বসিবার স্থান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.