বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার মাইকিং করা হয়েছে। ফলে আজ সোমবার বিকেল ৩টার আগে সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপ নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে।
সেন্টমার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আবহাওয়ার সতর্ক সংকেত বৃদ্ধি পাওয়ায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরীর নির্দেশে সেন্টমার্টিন দ্বীপের সর্বত্র মাইকিং করা হয়েছে। আজ সোমবার (২৩ অক্টোবর) টেকনাফ থেকে পর্যটক নিয়ে বার আউলিয়া, কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ এন্ড ডাইন তিনটি জাহাজ সেন্টমার্টিন দ্বীপে এসেছে। সকল পর্যটককে আজই ফিরতি জাহাজে সেন্টমার্টিন দ্বীপ ত্যাগ করতে বলা হয়েছে’।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ২৩ অক্টোবর থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেয়া হয়েছে’।