দীর্ঘদিনের সিলেটবাসীর দাবি ছিলো সিলেট টু কক্সবাজার ট্রেন চালুর জন্য। অবশেষে সিলেটবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। চালু হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত সিলেট-কক্সবাজার আন্তঃনগর রেল।
চলতি বছরের ১ নভেম্বর থেকে ঢাকা-সিলেট ও সিলেট-কক্সবাজার রোডে নতুন ননস্টপ আন্তঃনগর দুটি ট্রেন সংযুক্ত করা হচ্ছে। যা চালু হলে সিলেটের মানুষ খুব সহজেই ঝামেলা ছাড়া যেতে পারবেন কক্সবাজার। তাছাড়া কক্সবাজার থেকে খুব সহজে পর্যটক সহ সাধারণ মানুষ সিলেটের সাথে যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট রুটে নতুন ননস্টপ ট্রেন চলবে নতুন কোরিয়ান রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৯:৩০টায় এবং সিলেট পৌঁছাবে বিকাল ৩.১০টায়। সিলেট থেকে ট্রেনটি ছাড়বে বিকাল ৪টার পরে এবং ঢাকায় ঢুকবে রাত ১১টায়। এক্ষেত্রে পারাবত এক্সপ্রেসের সময় সূচিতে কিছুটা সমন্বয় করে ওয়াশপিট হবে সিলেটে।
সেই সাথে সিলেট থেকে সরাসরি কক্সবাজার রোডে নতুন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করা হচ্ছে।
জানা যায়, ট্রেনটি সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে সকাল ৭:৩০টায় আর কক্সবাজার পৌঁছাবে বিকাল ৫টায় এবং কক্সবাজার থেকে ট্রেন ছাড়বে রাত ৮টায় ছেড়ে সিলেট পৌঁছাবে ভোর ৫:৩০টায়।