× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পর্যটকদের মন কেড়েছে বেতুয়া প্রশান্তি পার্ক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

০২ অক্টোবর ২০২২, ০৬:৪৬ এএম

মেঘনার উত্তাল ঢেউ আর জলতরঙ্গের দোলায় মাছ ধরা ট্রলার ও নৌকা যেন সভ্যতার গন্তব্যে ছুটছে আপন ঠিকানায়। চোখের সামনেই ছবির মতো আঁকা আকাশের প্রতিচ্ছবি যেন নদীর জলের সঙ্গে সেতুবন্ধনের নির্মল ছোঁয়া দূর থেকে আকৃষ্ট করছে যেকোনো ভ্রমণপিপাসুদের।

প্রখর দুপুরে সূর্যের আলোয় ঝিকমিক জলের ঢেউ আছড়ে পড়ছে বেড়িবাঁধের সারিবদ্ধ ব্লকের ওপর। পড়ন্ত বিকালের নির্মল দখিনা বাতাসে দলবদ্ধভাবে আকাশে উড়ছে শ্বেত বলাকা ডানা।

এ যেন প্রকৃতির এক অবিচ্ছেদ্য মিতালি গড়ে উঠেছে বেতুয়া প্রশান্তি পার্কে।
ভোলার চরফ্যাশন উপজেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে প্রকৃতির নির্মল ছোঁয়া প্রশান্তি বিনোদন পার্ক। এখানে পর্যটকদের আকৃষ্ট করতে আরও বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বেতুয়া পার্টি সেন্টার। সেখানে রয়েছে পর্যটকদের সুন্দর পরিবেশে বসার স্থান ও মুখরোচক মানসম্মত খাবারের সমাহার।

বিনোদন পার্ক থেকে মাত্র ১ কিলোমিটার দূরে রয়েছে দৃষ্টিনন্দন কায়াকিং পয়েন্ট। অনেকে পরিবার-পরিজন নিয়ে সাগরকূলে ঘুরছে এই কায়াকিং বোট দিয়ে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসুরা বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে আসছেন।
এবারের দুর্গাপূজা উৎসবকে ঘিরে ভিন্ন মাত্রা যোগ হচ্ছে বেতুয়া প্রশান্তি বিনোদন পার্ক। এই পার্কটি পর্যটকদের মন করেছে এমনটাই জানিয়েছেন ঘুরতে আসা পর্যটকরা।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.