× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তৃতীয় লিঙ্গের মানুষদের স্বাবলম্বী ও কর্মমুখী করতে পুলিশের উদ্যোগ

১৮ মার্চ ২০২২, ০৭:৪১ এএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২২, ০৭:৪৪ এএম

ঢাকার সাভারে তৃতীয় লিঙ্গের মানুষদের স্বাবলম্বী ও কর্মমুখী করে তুলতে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দুটি বিউটি পার্লার উদ্বোধন করা হয়েছে।

আশুলিয়ার নিরিবিলি ও ডেন্ডাবর এলাকায় শুক্রবার দুপুরে বিউটি পার্লার দুটি ও ফুড কোর্ট উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়ের মানুষের জন্য ডিআইজি হাবিবুর রহমানের গড়া প্রতিষ্ঠান উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে এগুলো চালু করা হয়।

উত্তরণ ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক অনন্যা বণিক বলেন, ‘বর্তমান ডিআইজি হাবিবুর রহমান স্যারের প্রশংসা বলে শেষ করা যাবে না। তার পাশাপাশি যারা আমাদের জন্য কাজ করছেন তাদের মঙ্গল কামনা করছি।

‘আমরা যেন সমাজের পিছিয়ে পড়ার কথাটা পিছিয়ে দিয়ে সামনে দাঁড়াতে পারি। দাঁড়িয়ে আমাদের অধিকারটাকে নিশ্চিত করতে পারি। আমরা যারা রাস্তায় ভিক্ষাবৃত্তি করছি, বাসে চাঁদা তুলছি এই সংখ্যাটা যেন শূন্যের কোটায় চলে আসে এটাই প্রত্যাশা।’

স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে ডিআইজি হাবিবুর রহমান সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়ের মানুষদের আর্থিকভাবে সাবলম্বী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে আজ দুটি বিউটি পার্লার ও ফুড কোর্টের উদ্বোধন করা হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে উনার প্রতি আমি কৃতজ্ঞ।’

এসপি মারুফ হোসেন সরদার বলেন, ‘আজকে যে দুইটা বিউটি পার্লার ও একটি ফুডকোর্ট উদ্বোধন করা হয়েছে তাতে কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মসংস্থান হবে। তারা আবার কয়েকজনকে কর্মমুখী করতে পারবেন। এভাবে তাদের মতো আরও অনেকে কর্মমুখী হবেন। তারাও আমাদের দেশের জিডিপিতে অবদান রাখতে পারবেন।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.