ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম বার) এর সভাপতিত্বে রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৬ ফেব্রুয়ারি জুম কনফারেন্সের মাধ্যমে গত জানুয়ারি/২২ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) গত জানুয়ারি/২২ মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে গাজীপুর জেলার পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ, বিপিএম, শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে টাঙ্গাইল জেলার সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মূসা, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো.মোজ্জাম্মেল হোসেন, শ্রেষ্ঠ এসআই কালিয়াকৈর থানার মো.সাইফুল আলম, শ্রেষ্ঠ এএসআই গোপালগঞ্জ থানার মো.সাইদুল ইসলাম, ডিবির শ্রেষ্ঠ এসআই হিসেবে গাজীপুর জেলা ডিবি'র এসআই মো.মোস্তাফিজুর রহমান,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে গাজীপুর জেলার এসআই মো.কামাল হোসেন, মাদকদ্রব্য উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার হিসেবে গাজীপুর জেলার ডিবি'র এসআই মো. মোস্তাফিজুর রহমানকে পুরষ্কৃত করেন।
পরিস্থিতি ছিলেন।