চাঁদপুর জেলার প্রবাসীদের জন্য বিশেষ সেবা চালু করেছে চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার। জেলাবাসীকে এ বিশেষ সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা হয়েছে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক। পুলিশ সুপার জানান, প্রবাসীদের যে কোন ধরণের আইনি সহায়তা প্রদানের জন্য চাঁদপুর জেলায় প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক চালু করা হলো।
সেবা প্রদানের জন্য একজন অফিসার পদায়ন করা হয়েছে। প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কে এসে যে কেউ পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্টের জন্য বিনা পয়সায় আবেদন করতে পারবেন। ২৪ ঘন্টা বিরতিহীন সেবা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের জন্য ১ টি হটলাইন (০১৩২০-১১৫৯৭০) নাম্বার দেওয়া হলো। চাঁদপুরের যে কোন প্রবাসী যে কোন সময় নিজের অথবা নিজের পরিবারের যে কোন সেবার জন্য এই নাম্বারে কল দিয়ে পুলিশিং সেবা নিতে পারবেন।
এই হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ও ভাইবার অ্যাপ সমূহ রয়েছে। ইতিমধ্যে পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ও ফ্রিতে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার ব্যবস্থা করেছেন। এই সেবা ভবিষ্যতে চাঁদপুরের প্রতিটি থানায় চালু করা হবে বলে জানান তিনি।