ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার একজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাসহ মোট তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের পাঠানো এক বার্তায় বিষয়টি জানা গেছে।
ডিএমপি জানায়, ১৩ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। বদলি হওয়াদের মধ্যে ডিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদকে ডিবি-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলামকে ডিবি মতিঝিল বিভাগে এবং গুলশান বিভাগের (পেট্রোল-গুলশান) সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেনকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।