ভাল কাজের স্বীকৃতি স্বরুপ নগদ অর্থ পুরষ্কার দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। দুপুর ১ টায় কেএমপি'র হেডকোয়ার্টার্সে এ নগদ অর্থ পুরষ্কার দেন তিনি।
গত ৭ ফেব্রুয়ারি ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ টি প্রাইভেট কার সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ কেএমপি'র গোয়েন্দা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার বি.এম নুরুজ্জামান, বিপিএম, পুলিশ পরিদর্শক (নিঃ) নাহিদ হাসান মৃধা, এসআই (নিঃ) অনুপ কুমার ঘোষ এবং এএস আই (নিঃ) কাজল কুমার দাসকে নগদ অর্থ পুরষ্কার প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মাসুদুর রহমান ভূঞা।
এ সময় কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু উপিস্থত ছিলেন।