× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সুমন সরদার

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৮ এএম

খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে মঙ্গলবার পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপরাধ পর্যালোচনা সভার শুরুতে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী, মাদকদ্রব্য উদ্ধারকারী এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন কেএমপি কমিশনার।

পুলিশ কমিশনার করোনা ভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের উর্ধ্বগতি রোধে সরকার নির্দেশিত বিজ্ঞপ্তি  মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পুলিশ সদস্যদের অপারেশনাল কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। অপরাধ পর্যালোচনা সভায় কেএমপি'র পুলিশ কমিশনার উপস্থিত কর্মকর্তাদের মূলতবী মামলা সমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত অপরাধ সভায় কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্ সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম,  ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো. কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা,ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোহাম্মদ তাজুল ইসলাম-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.