× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদোন্নতিপ্রাপ্ত বিএমপি কমিশনারকে শুভেচ্ছা জ্ঞাপন

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৫ এএম

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত বিএমপি কমিশনার মো.শাহাবুদ্দিন খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপিকে এ শুভেচ্ছা জানানো হয়।

এর আগে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্তরা ১২তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তা। গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক স্মারকে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম-সেবা, পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম-সেবা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) ড. হাসান উল হায়দার, বিপিএম-সেবা, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো.মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিম (বার), শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো.মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম-সেবা ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো.হারুন অর রশিদ বিপিএম-সেবা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.