× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পড়ালেন ডিআইজি হাবিব

সুমন সরদার

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৯ এএম

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত সহকারি পুলিশ সুপার মো.তাইজুল ইসলাম এবং সহকারি পুলিশ সুপার মো. আলমগীর হোসেন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে র‌্যাংক ব্যাজ পরিয়েছেন ঢাকা রেঞ্জে ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) , পিপিএম (বার)।

৬ ফেব্রুয়ারি ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কনফারেন্স রুমে আনন্দঘন পরিবেশে তাদেরকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। এ সময়ে ঢাকা রেঞ্জের সকল উর্দ্ধতন কর্মকর্তাসহ পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো.তাজুল ইসলাম ১৯৮৯ সালের ১০ জানুয়ারি সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ  পুলিশ বাহিনীতে যোগদান করে ২০০৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে এএসপি হিসেবে পদোন্নতিসূত্রে ঢাকা রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে যোগদান করেন। তিনি একজন সদালাপী ও পরিশ্রমী মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো.আলমগীর হোসেন ১৯৯০ সালের ২৭ মার্চ সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।  এরপর ২০০৩ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করে তিনি ডিএমপির শ্যামপুর, সিএমপির  বাকুলিয়া, ঢাকা জেলার দোহার থানা সহ বিভিন্ন ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ থানায়  ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালে এএসপি পদে পদোন্নতি পেয়ে তিনি জাতিসংঘ মিশন হাইতি-তে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালের ৫ ডিসেম্বর তিনি সিঙ্গাইর সার্কেল, মানিকগঞ্জ হতে বদলীসূত্রে ঢাকা রেঞ্জ কার্যালয়ের অপরাধ শাখায় যোগদান করেন। ইতিমধ্যে যোগ্যতা ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পিপিএম পদক লাভ করেন। একজন দক্ষ, সুরুচিশীল, এবং সহকর্মীদের প্রতি যথেষ্ট আন্তরিক অফিসার হিসেবে পুলিশ বিভাগে তার যথেষ্ট সুনাম রয়েছে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.