ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত সহকারি পুলিশ সুপার মো.তাইজুল ইসলাম এবং সহকারি পুলিশ সুপার মো. আলমগীর হোসেন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে র্যাংক ব্যাজ পরিয়েছেন ঢাকা রেঞ্জে ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) , পিপিএম (বার)।
৬ ফেব্রুয়ারি ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কনফারেন্স রুমে আনন্দঘন পরিবেশে তাদেরকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। এ সময়ে ঢাকা রেঞ্জের সকল উর্দ্ধতন কর্মকর্তাসহ পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো.তাজুল ইসলাম ১৯৮৯ সালের ১০ জানুয়ারি সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে ২০০৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে এএসপি হিসেবে পদোন্নতিসূত্রে ঢাকা রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে যোগদান করেন। তিনি একজন সদালাপী ও পরিশ্রমী মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো.আলমগীর হোসেন ১৯৯০ সালের ২৭ মার্চ সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর ২০০৩ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করে তিনি ডিএমপির শ্যামপুর, সিএমপির বাকুলিয়া, ঢাকা জেলার দোহার থানা সহ বিভিন্ন ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
২০১৫ সালে এএসপি পদে পদোন্নতি পেয়ে তিনি জাতিসংঘ মিশন হাইতি-তে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালের ৫ ডিসেম্বর তিনি সিঙ্গাইর সার্কেল, মানিকগঞ্জ হতে বদলীসূত্রে ঢাকা রেঞ্জ কার্যালয়ের অপরাধ শাখায় যোগদান করেন। ইতিমধ্যে যোগ্যতা ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পিপিএম পদক লাভ করেন। একজন দক্ষ, সুরুচিশীল, এবং সহকর্মীদের প্রতি যথেষ্ট আন্তরিক অফিসার হিসেবে পুলিশ বিভাগে তার যথেষ্ট সুনাম রয়েছে।