চাঁদপুর জেলা হতে পিআরএলগামী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় সংবর্ধনা জানিয়েছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো.মিলন মাহমুদ বিপিএম-বার। এসময় অবসর গ্রহণকারী বিদায়ী পুলিশ সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান সহ আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ সুপার।
অবসরগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, জীবনের বড় একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর এবং একইসাথে দায়িত্বশীল পদে চাকুরী করে বিদায় নিয়েছেন। আমরা আপনাদের অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। অবসর-জীবন ভাল কাটুক এবং সুস্থ থাকুন পরিবারের সাথে। দোয়া করবেন আমাদের সবার জন্যও।
বিদায় বেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।