প্রতিনিয়ত
বাড়ছে গুগল ডকের ব্যবহারও। গুগল ডক এরই মধ্যে
চালু করেছে তার নতুন ফিচার। সংস্থানটি ইমোজি রিয়্যাকশনের ফিচার সংযুক্ত করতে যাচ্ছে।
গুগল
ডকের মাধ্যমে যেকোনো সময়ে যেকোনো জায়গা থেকে ডকুমেন্ট অ্যাকসেস করা সম্ভব। এর আরও একটি সুবিধা রয়েছে। সেটা হলো গুগল ডকের কোনো ডকুমেন্ট করাপ্ট হওয়ার কোনো ভয় থাকে না।
এ
প্রসঙ্গে গুগল জানিয়েছে, গুগল ডকসে কাজ করার সময় ফিডব্যাক আদান প্রদান একটি সাধারণ কাজের অংশ। নতুন ইমোজি রিয়্যাকশন ফিচার যোগ করার ফলে এর-মাধ্যমে কাজ
করা আরও আনন্দদায়ক হবে। আগামী ২০ এপ্রিলের পর
থেকে নতুন এই ফিচারটি ব্যবহার
করা যাবে।
যেভাবে রিয়্যাকশন
ব্যবহার
করা
যাবে:
যেকোনো
রিয়্যাকশন দেওয়ার জন্য নির্দিষ্ট টেক্সট সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ডানদিকে তিনটি অপশন দেখাবে। তার মধ্যে একটি অপশন রয়েছে যার মাধ্যমে রিয়্যাকশন যোগ করা যাবে।