× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ

ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২৫, ১৫:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি তার সব ধরনের ইন্টারনেট সেবার দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ (২৩ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড সেবার খরচ কমবে।

প্রধান উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সরকার ইন্টারনেটের দাম কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যাতে জনগণ সাশ্রয়ে ইন্টারনেট সেবা পায়। পাইকারি পর্যায়ে মূল্য কমানোর এই সিদ্ধান্ত তারই একটি অংশ। এই সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ধরনের ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া, মোবাইল কোম্পানিগুলোর ব্যাকবোন পর্যায়ে ডিডাব্লিউডিএম সুবিধা দেয়ার কথাও বলা হয়েছে, যা টেলিকম কোম্পানিগুলোর ট্রান্সমিশন খরচ ৩৯ শতাংশ কমাবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, টেলিকম অপারেটরদের সঙ্গে ইতোমধ্যে বিষয়ে আলোচনা করা হয়েছে এবং আশা করা হচ্ছে, অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন।

তিনি আরও বলেন, আগামী বছরের মাঝামাঝি সময় বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক্যাবল, সিমিউই-, এর সাথে যুক্ত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.