ছবিঃ সংগৃহীত।
কয়েকমাস ব্যাপী
বেটা টেস্টিংয়ের পর মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এর ২০২৪ সালের প্রধান
একটি আপডেট প্রকাশ করেছে। আপডেটটি Windows 11 24H2 নামে ছাড়া হয়েছে। নতুন এই আপডেটে
কো-পাইলট এআই এর কার্যকারিতা বৃদ্ধি সহ ফাইল এক্সপ্লোরার এবং অন্যান্য মাধ্যমে আরও
দ্রুতগতির পারফর্মেন্স পাবেন।
তবে ইতোমধ্যেই
উইন্ডোজ ব্যবহারকারীরা নতুন এই আপডেটের বেশকিছু ত্রুটির ব্যাপারে অভিযোগ করেছে। মাইক্রোসফট
কর্তৃপক্ষও এসব ত্রুটিগুলো লিপিবদ্ধ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কাজ শুরু
করে দিয়েছে।
এসব তথ্য-উপাত্তের
ভিত্তিতে ৮টি প্রধান কারণ নির্দিষ্ট করা গেছে যেসব কারণে উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের আপাতত নতুন এই আপডেট Windows
11 24H2 টি এড়িয়ে চলা উচিত। চলুন দেখে আসা যাক এই ৮টি কারণ।
১। সিস্টেম
ফাইল চেকার বাগঃ
আপনার ডেস্কটপ
বা ল্যাপটপের ড্রাইভে থাকা করাপ্টেড সিস্টেম ফাইল গুলো স্ক্যান করে রিপেয়ার করা এবং
সমস্যাযুক্ত সিস্টেমফাইলগুলোকে রিপ্লেস করাই মূলত সিস্টেম ফাইল চেকার সংক্ষেপে এসএফসি
এর কাজ।
তবে নব্য
এই আপডেটে এই সিটেম ফাইল চেকারের স্ক্যানে ভুল রিপোর্ট আসছে। এতে আপনার অনেক সমস্যামুক্ত
সিস্টেম ফাইলও ভুলভাবে করাপ্টেড ফাইলের তালিকায় চলে যাচ্ছে। এসব ভুলের কারণে নতুন এই
আপডেটের সিস্টেম ফাইল চেকার কার্যত কোনো কাজে আসছে না।
২। ক্যাশ
ফাইল ডিলিশন গ্লিচঃ
নতুন Windows
11 24H2 আপডেটে আপনি যতবারই জমে থাকা ক্যাশ মুছে ফেলতে চাইবেন, আপনার ড্রাইভে কিছু
পরিমাণ ক্যাশ রয়েই যাবে।
আবার অনেক
ক্যাশ ফ্রি ডিস্ক স্পেসও ভুলভাবে আবারও ক্লিনআপের প্রয়োজন উল্লেখ করে আপনাকে নোটিফিকেশন
জানাবে।
৩। কনফ্লিক্ট
উইথ ইজি এন্টি- চিট অনলাইন গেমিং অ্যাপঃ
অনলাইনে গেম
খেলার সময় কেউ চিট করছে কিনা তা ডিটেক্ট করার জন্য চমৎকার একটি প্রোগাম ইজি এন্টি-চিট।
কিন্তু উইন্ডোজ ১১ এর নতুন এই আপডেটে এই প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে না। একইসাথে
অনেক ব্যবহারকারীই ব্লু স্ক্রিনের শিকার হয়েছেন।
৪। অন্যান্য
ক্ষেত্রে ব্লু স্ক্রিনঃ
উইন্ডোজ ১১
এর নতুন এই আপডেটে আপনি ইজি এন্টি-চিট প্রোগ্রামটি ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও আপনি কাজের
মাঝেই হঠাৎ ব্লু স্ক্রিণ বিড়ম্বনার শিকার হতে পারেন। এতে আপনার কাজে বিনা নোটিশে ব্যাঘাত
ঘটবে।
৫। ডিজ্যাপিয়ারিং
মাউস পয়েন্টারঃ
আপনার কাজের
মাঝেই হঠাৎ করে দেখবেন মাউসের কার্সর কোথায় ধরে রেখেছেন খুঁজে পাচ্ছেন না। ক্রোমিয়াম
বেজড অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারের ক্ষেত্রে এই সমস্যা বেশি ঘটবে। যেমন গুগল ক্রোম, মাইক্রোসফট
এজ ইত্যাদি।
৬। ইন্টারনেট
কানেকশন ইস্যুঃ
নতুন এই আপডেটের
পর ব্যবহারকারীদের অনেকেই জানিয়েছেন তাদের ইন্টারনেট চালানোর অনাকাঙ্খিত সমস্যার কথা। ইন্টারনেট সংযোগে কোনোপ্রকার
সমস্যা না থাকা সত্ত্বেও তারা উইন্ডোজ রিপোর্টে বিভিন্ন অসংলগ্ন তথ্যও পেয়েছেন।
৭। ফিঙ্গারপ্রিন্ট
সেন্সর ত্রুটিঃ
Windows
11 24H2 আপডেট দেওয়ার পরে বেশকিছু ইউজার তাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে কোনো রেসপন্স
পাননি। টাচ ডিভাইসে এ ধরণের বিড়ম্বনার শিকার হলে অনেকেরই পুরো কাজই থমকে থাকে।
৮। ব্রোকেন
ক্লিপবোর্ড হিস্টোরিঃ
উইন্ডোজ ক্লিপবোর্ড
হিস্টোরি আপনার কাজের তালিকা, কিংবা বিভিন্ন অসমাপ্ত কাজ, অথবা সম্পূর্ণ করা কাজ জমা
রাখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। কিন্তু দুঃখজনকভাবে নতুন আপডেটের পর অনেকেই
অভিযোগ করেছেন, দরকারের সময় ক্লিপবোর্ড ওপেন করে তারা সম্পূর্ণ খালি পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh