টেক্সটাইল বা তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নানা রকম চ্যালেন্জ মোকাবেলা করে প্রতিনিয়ত এগিয়ে চলছে দেশের টেক্সটাইল খাত। দ্রুত বর্ধনশীল এই খাতের বর্জ্য ব্যবস্থাপনা একটি অন্যতম চ্যালেঞ্জ৷
সম্প্রতি টেক্সটাইল ওয়েস্ট ওয়াটার বা জলীয় বর্জ্য ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পদ্ধতি উদ্ভাবন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল গবেষক। এতে করে কম খরচে টেক্সটাইল জলীয় বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব হবে৷ গবেষকরা ইতিমধ্যে একটি টেক্সটাইল কারখানায় এটির পাইলট প্রজেক্ট সম্পন্ন করেছেন।
তারা জানিয়েছেন, স্থানীয় ভাবে সংগ্রহকৃত ব্লিচ ও ব্লাস্ট ফার্নেস আয়রন স্লাগ ব্যবহার করে টারশিয়ারি লেভেলের জলীয় বর্জ্য পরিশোধনের কাজটি আরো সহজে ও কম খরচে সম্ভব হয়েছে৷ পরিশোধিত পানি এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস ২০২৩ এর যে মানদণ্ড রয়েছে তা পূরন করেছে এবং সেই সাথে এই পরিশোধিত পানি টেক্সটাইল ওয়েট প্রসেসিং এ পুনরায় ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷
সাধারণত বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত উপাদানগুলো অনেকটাই আমদানিনির্ভর।। গবেষকরা জানিয়েছেন তাদের উদ্ভাবিত নতুন এই প্রযুক্তি ব্যবহারের ফলে বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত রাসায়নিকের আমদানি নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, দেশীয় বা স্থানীয় বাজার থেকে সংগ্রহকৃত উপাদান থেকে এই বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব হবে বিধায় এর সহজপ্রাপ্যতা নিশ্চিত হবে এবং আর্থিকভাবেও লাভবান হওয়া যাবে৷ এই প্রক্রিয়ায় পরিশোধিত পানি সরাসরি পূনরায় ব্যবহার যোগ্য হওয়ায় ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে এবং পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করা যাবে৷
গবেষণাটি ইতিমধ্যে দুটি আন্তর্জাতিক কনফারেন্সে সেরা মনোনীত হয়েছে এবং পুরস্কার পেয়েছে।
এর মধ্যে রয়েছে ‘ওয়ান হেলথ, ওয়ান ওয়ার্ল্ড’ শীর্ষক কনফারেন্স যার আয়োজক ছিলেন ওয়ান হেলথ ওয়ান ওয়ার্ল্ড রিসার্চ ইনিশিয়েটিভ, টোকিও বিশ্ববিদ্যালয় জাপান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
দ্বিতীয় পুরস্কারটি পেয়েছে ‘স্ট্র্যাটেজিস টুওয়ার্ড গ্রিন ডিল ইমপ্লিমেন্টেশন -ওয়াটার, র ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে। কনফারেন্স টি আয়োজন করেছিল মিনারেল এন্ড এনার্জি ইকোনমি রিসার্চ ইনস্টিটিউট, পোলিশ একাডেমি অব সায়েন্সেস বায়োজেনিক রড ম্যাটেরিয়ালস ডিভিশন এবং সহযোগিতা করেছেন পোল্যান্ডের পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয়, জাতীয় গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, পোলিশ ওয়াটারওয়ার্কস এবং দ্য চেম্বার অব কমার্স।
গবেষণা প্রকল্পটির তত্বাবধায়ন করেছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল ও ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নাদিম রেজা খন্দকার, অন্য সদস্যরা হলে একই বিভাগের দুই শিক্ষার্থী মো. সাহিল রফিক ও শাখাওয়াত হোসেন অপূর্ব।
গবেষকরা তাদের এই নতুন উদ্ভাবন নিয়ে আশাবাদী যে তাদের গবেষণা দেশের টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh