× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন আপডেট হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০ আগস্ট ২০২৩, ১৩:০৭ পিএম

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অবশেষে ছবির রেজুলিউশন কমিয়ে আনার প্রক্রিয়া থেকে মুক্তি মিলছে খুব দ্রুতই। তবে এবার বন্ধুদের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ারিংয়ের উপায় হিসেবে মেসেজিং সেবাটি ব্যপক জনপ্রিয়তা পেলেও এটি ছবির আকার ছোট করার অংশ হিসাবে ছবির মান কমিয়ে দেয়। এর মানে, কারও ফোনে ছবিগুলো পাঠানোর পর তুলনামূলক কম রেজিউলেশনের ছবি দেখতে পান প্রাপক।

হোয়াটসঅ্যাপ বলেছে, এই আপডেট আসতে পারে ‘আসন্ন সপ্তাহগুলোয়’। তারা আরও বলেছে, ‘শীঘ্রই’ এইচডি ভিডিও’র সুবিধাও আসবে সেবাটিতে, তবে এর জন্য কিছুটা বাড়তি সময় অপেক্ষা করতে হবে।

অ্যাপে কাউকে বার্তা পাঠানোর মতোই এইসব ছবি সুরক্ষিত থাকবে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ব্যবস্থার মাধ্যমে।

এর পরও ছবি পাঠানোর ক্ষেত্রে প্রচলিত ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ ডিফল্ট হিসেবে রাখবে সেবাটি। কোম্পানি বলেছে, যেন ‘দ্রুত ও নির্ভরযোগ্য উপায়ে’ ছবি শেয়ার করা যায়, নতুন এই আপডেটে হোয়াটসঅ্যাপ তা নিশ্চিত করবে।

তবে, ছবি এইচডি কোয়ালিটিতে পাঠানোর পরও চাইলে সেটি স্ট্যান্ডার্ড ডেফিনিশনেই দেখার সুবিধা পাবেন প্রাপক। আর কাউকে যদি বাজে নেটওয়ার্ক সংযোগ থেকে ছবি পাঠানো হয়, তবে তিনি ওই ছবির স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাওয়ার পাশাপাশি একে ‘ফুল রেজুলিউশনে’ আপগ্রেডের সুযোগ পাবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.