× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাইক্রোসফটের ইমেইল হ্যাকিংয়ে ভূমিকা নিয়ে তদন্ত

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৩ আগস্ট ২০২৩, ১১:৫২ এএম

ক্লাউড কম্পিউটিংয়ে কী কী নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে, তা নিয়ে তদন্তে নামছে যুক্তরাষ্ট্রের এক সাইবার নিরাপত্তা পরামর্শক প্যানেল। এর অংশ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি বিভাগের ইমেইল সিস্টেম হ্যাকিংয়ে মাইক্রোসফটের ভূমিকা ছিল কি না, থাকলে কতোটা, সেটা বিশ্লেষণ করবে দলটি।

‘সাইবার সেইফটি রিভিউ বোর্ড (সিএসআরবি)’ নামের পর্ষদটি মূলত মনযোগ দেবে পরিচয় যাচাই ও এর পরবর্তী ব্যবস্থাপনা এবং ক্লাউড কম্পিউটিং অবকাঠামোর সম্ভাব্য ঝুঁকির ওপর।

এর পাশাপাশি, তারা বিভিন্ন ক্লাউড পরিষেবা সরবরাহকের ওপর নজর দেবে বলে বৃহস্পতিবার বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে লিখেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ‘ব্লুমবার্গ’।

ওই হ্যাকিংয়ের ঘটনার পরপরই জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ট্রেড কমিশন’, ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি (সিসা)’ ও দেশটির বিচার বিভাগকে মাইক্রোসফটের বিরুদ্ধে “ব্যবস্থা নেওয়ার” আহ্বান জানিয়েছেন অরিগন অঙ্গরাজ্যের সিনেটর রন ওয়াইডেন। এর পরপরই প্রতিবেদনটি প্রকাশ পেল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.