ক্লাউড কম্পিউটিংয়ে কী কী নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে, তা নিয়ে তদন্তে নামছে যুক্তরাষ্ট্রের এক সাইবার নিরাপত্তা পরামর্শক প্যানেল। এর অংশ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি বিভাগের ইমেইল সিস্টেম হ্যাকিংয়ে মাইক্রোসফটের ভূমিকা ছিল কি না, থাকলে কতোটা, সেটা বিশ্লেষণ করবে দলটি।
‘সাইবার সেইফটি রিভিউ বোর্ড (সিএসআরবি)’ নামের পর্ষদটি মূলত মনযোগ দেবে পরিচয় যাচাই ও এর পরবর্তী ব্যবস্থাপনা এবং ক্লাউড কম্পিউটিং অবকাঠামোর সম্ভাব্য ঝুঁকির ওপর।
এর পাশাপাশি, তারা বিভিন্ন ক্লাউড পরিষেবা সরবরাহকের ওপর নজর দেবে বলে বৃহস্পতিবার বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে লিখেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ‘ব্লুমবার্গ’।
ওই হ্যাকিংয়ের ঘটনার পরপরই জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ট্রেড কমিশন’, ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি (সিসা)’ ও দেশটির বিচার বিভাগকে মাইক্রোসফটের বিরুদ্ধে “ব্যবস্থা নেওয়ার” আহ্বান জানিয়েছেন অরিগন অঙ্গরাজ্যের সিনেটর রন ওয়াইডেন। এর পরপরই প্রতিবেদনটি প্রকাশ পেল।