× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ এর শুভ উদ্বোধন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৮ জুন ২০২৩, ০৬:৪৮ এএম

তথ্যপ্রযুক্তির অগ্রগতি দুর্বার গতিতে এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশের নেপথ্য কারিগর এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পিতৃনিবাস এলাকায়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রংপুরের মানুষরা অগ্রগামী থাকবে। স্মার্ট পিপলরাই গড়বে স্মার্ট রংপুর।

গতকাল (০৭ জুন) বুধবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) রংপুর শাখা আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর’ উদ্বোধনকালে এসব কথা বলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইতোমধ্যে অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে সারা দেশে তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর আয়োজন অন্যতম। খুলনার পরে আমরা রংপুরে প্রথমবারের মতো স্মার্ট বাংলাদেশ ব্র্যান্ডিং এর কাজ শুরু করেছি। রংপুরের মানুষ তথ্যপ্রযুক্তি প্রেমী। শিক্ষার্থী এবং তরুণদের নিত্যনতুন প্রযুক্তি এবং হালনাগাদ ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দিতে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুব্রত সরকার বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন হবেই। ডিজিটাল বাংলাদেশে বিসিএস যেমন পথিকৃৎ ছিল স্মার্ট বাংলাদেশের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেও বিসিএস তৎপর। দেশব্যাপী দ্বিতীয়বার এবং প্রথমবারের মতো রংপুরে বিসিএস স্মার্ট বাংলাদেশ এক্সপোর আয়োজন করেছে। ধারাবাহিকভাবে এই আয়োজন বিসিএস এর ১০টি শাখাসহ সারাদেশে এবং বিসিএস এর তিন হাজারের বেশি সদস্যের মাধ্যমে দেশ ও বিদেশে এর প্রচারণা অব্যাহত থাকবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস সহ-সভাপতি রাশেদ আলী ভূইয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান, সক্ষমতা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। বিষয়গুলোর পরিপূর্ণ বাস্তবায়নের জন্য স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস পরিচালক এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিতে আমরাও অগ্রসর হচ্ছি। এই অগ্রযাত্রাকে সফল করতে বিসিএস জন্মলগ্ন থেকে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এসেছে। রংপুরের এই এক্সপো তরুণদের তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ করতে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।

‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রংপুর’ এ প্রবেশমূল্য ১০ টাকা। শিক্ষার্থী এবং সংবাদর্কমীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থার রাখা হয়েছে। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী চালু থাকবে। এক্সপোতে ইনোভেশন জোন রয়েছে। এই জোনে শিক্ষার্থীদের আবিষ্কৃত নিত্যনতুন প্রযুক্তির দেখা মিলবে। মেলায় দর্শনার্থীরা বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তিন দিনব্যাপী এই মেলা ০৯ জুন শেষ হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.