× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন মিক্সড রিয়ালিটি হেডসেট দেখাল মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৩ জুন ২০২৩, ০৮:৫১ এএম

সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা নিজেদের নতুন মিক্সড রিয়ালিটি হেডসেট ‘কোয়েস্ট ৩’ উন্মোচন করেছে। কিছুদিন পরই অ্যাপলের বহুল প্রতীক্ষিত হেডসেট৬ আসার কথা রয়েছে। তার আগেই নতুন পণ্যের ঘোষণা দিল এরইমধ্যে এই সেক্টরে প্রভাবশালী মেটা। 

গেল বৃহস্পতিবার নতুন এই হেডসেটের প্রথম ঝলক দেখান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এই খাতে নিজেদের আধিপত্য ধরে রাখার পাশাপাশি অ্যাপলের ‘এই বাজারকে নতুন আকার দেওয়ার প্রস্তুতিকে’-এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

চারশ ৯৯ ডলার থেকে শুরু এই ডিভাইস কোম্পানির আগের হেডসেটের চেয়ে ৪০ শতাংশ পাতলা। পাশাপাশি, এতে ‘কালার মিক্সড রিয়ালিটি’ নামে এক ফিচার আছে, যা বিভিন্ন অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটির উপাদানকে সমন্বিত করে। মেটার বার্ষিক গেইমিং সম্মেলনের আগে দেওয়া এক ইনস্টাগ্রাম পোস্টে এমন দাবি করেছেন জাকারবার্গ।

মেটা আরও বলেছে, বিদ্যমান ‘কোয়েস্ট ২’ হেডসেটের দাম কমিয়ে আনার পাশাপাশি ব্যবহারকারীদেরকে তুলনামূলক মসৃণ অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এতে বিভিন্ন পারফরমেন্স আপগ্রেডও যোগ করবে তারা।

জাকারবার্গ বলেন, কোয়েস্ট ৩ হেডসেটে কোয়ালকমের নতুন চিপসেট থাকার পাশাপাশি এর গ্রাফিক্স কার্যকারিতা কোয়েস্ট ২’র দ্বিগুণ। তিনি আরও বলেন, ডিভাইসটি বাজারে আসবে শরতে। আর ২৭ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক ‘এআর/ভিআর’ সম্মেলনে এটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো প্রতিশ্রুতিও দেন তিনি।

রয়টার্সের হিসাব অনুযায়ী, কোম্পানি নিজেদের কোয়েস্ট স্টোরের ১০টি সর্বাধিক জনপ্রিয় অ্যাপের আটটিই গেইমিং বিভাগে শ্রেণিভুক্ত করেছে।

মহামারী চলাকালীন হেডসেট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেলেও এই বছরের প্রথম প্রান্তিকে এগুলোর বিক্রি কমে গেছে। আর গোটা হেডসেটের বাজার বছরে ৫৪ দশমিক ৪ শতাংশ হারে হ্রাস পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

এক সময় এই বিভাগ নিয়ে পরিকল্পিত লক্ষ্যমাত্রা অর্জনের চেয়ে ঢের পিছিয়ে আছে মেটা। ২০১৮ সালে মেটার এক নির্বাহী ভবিষ্যদ্বাণী করেন, এক দশকের মধ্যেই কোম্পানির মেটাভার্স ১০ কোটি হার্ডওয়্যার ইউনিটে পৌঁছাবে, যার অর্ধেকই হবে মেটার বিভিন্ন ডিভাইস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.