× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাইক্রোসফটের ‘মামদোবাজী’র বিস্তারিত চায় ইইউ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২১ মে ২০২৩, ০৬:৪৮ এএম

মাইক্রোসফটের ‘অ্যাজিউর’ সেবা পরিবেশকদের কাছ থেকে এই সফটওয়্যার জায়ান্ট কোন কোন গ্রাহকতথ্য দাবি করেছে তার বিস্তারিত জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা।

ছয় মাস আগে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম নিয়ে অভিযোগ জানায় ইউরোপীয় এক পরিবেশক কোম্পানি।

‘ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস প্রোভাইডার্স’ নামের ওই কোম্পানি আরেক প্রযুক্তি জায়ান্ট অ্যামাজনের সেবাও বিক্রি করে। নভেম্বরে তারা অভিযোগ করেন, পয়লা অক্টোবর থেকে আরোপিত মাইক্রোসফটের নতুন চুক্তির শর্তাবলী ইউরোপীয় ক্লাউড ইকোসিস্টেমের পাশাপাশি অন্যান্য কার্যক্রমের সঙ্গেও সাংঘর্ষিক।

ক্লাউড সেবাদাতা কোম্পানিগুলোকে মাইক্রোসফটের পাঠানো এক প্রশ্নমালা দেখার সুযোগ হয়েছে রয়টার্সের। এই প্রশ্নমালা যারা পেয়েছেন তাদের কাছে ইউরোপীয় ইউনিয়ন জানতে চেয়েছে কোন কোন গ্রাহকতথ্য তাদের মাইক্রোসফটকে দিতে হবে।

কমিশনের এক মুখপাত্র বলেন, “কমিশন মাইক্রোসফট সম্পর্কে বেশ কিছু অভিযোগ পেয়েছে। এর মধ্যে কয়েকটি তাদের অ্যাজিউর পণ্য সংশ্লিষ্ট। নিজেদের মান অনুসরণ করেই সেগুলো আমরা মূল্যায়ন করেছি ।”

কমিশন জানতে চাইছে কত ঘনঘন তথ্য পাঠাতে হয়, কত দীর্ঘ সময়ের তথ্য পাঠাতে হয়, সেই প্রতিবেদনের ধরন কী এবং তথ্য কি সরাসরি মাইক্রোসফটের কাছে পাঠাতে হয় না-কি কোনো নিরীক্ষকের কাছে।

এইসব জিজ্ঞাসার উত্তরের জন্য এক সপ্তাহ সময় দেওয়ার পাশাপাশি তাদের কাছে কমিশন জানতে চেয়েছে, মাইক্রোসফটের এই দাবি অগ্রাহ্য করলে চুক্তিভিত্তিক, বাস্তব বা অন্য কোনো পরিণতির হুমকি আছে কি না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.