আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। দেশি-বিদেশি মিলিয়ে ৫০০ জনেরও বেশি ক্রিকেটার নাম লিখিয়েছে নিলামে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
আসন্ন বিপিএলের নিলামে সুযোগ পেয়েছেন ভারত জাতীয় দলের হয়ে খেলা ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শিরোপা জেতা ক্রিকেটার পিযূষ চাওলা। ৩৬ বছর বয়সী এই লেগ স্পিনার ছাড়াও নিলামে আছেন রবি বোপারা (ইংল্যান্ড), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও পল স্টার্লিংয়ের (আয়ারল্যান্ড) মতো অভিজ্ঞরা।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের শিরোপা জেতেন পিযূষ চাওলা
এছাড়াও নিলামে নাম লিখিয়েছেন রায়ান বার্ল (জিম্বাবুয়ে), বাস ডি লিড (নেদারল্যান্ডস), সন্দীপ লামিচানে (নেপাল), জর্জ মানসির (স্কটল্যান্ড) মতো ক্রিকেটারও। পাকিস্তানের সালমান আলী আগা, দক্ষিণ আফ্রিকার ওয়েইন পার্নেল ও শ্রীলঙ্কার নিরোশান ডিকওয়েলারাও আছেন বিপিএলের নিলামে।
প্রসঙ্গত, এবারের বিপিএল নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার শ্রীলঙ্কার। ৫০ লঙ্কান ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। এছাড়া পাকিস্তানের ৪৫ জন, ভারতের ৩ জন, আয়ারল্যান্ডের ৬ জন, আফগানিস্তানের ১৮ জন ক্রিকেটার বিপিএলের নিলামে নাম জমা দিয়েছেন।
বিপিএল নিলামের আগে অন্তত একজন সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। ৪ বিদেশি ক্রিকেটারের জন্য মোট ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো। নিলাম শেষে অবশ্য নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।
বিপিএল নিলামে ২৫০ জন বিদেশিকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ডলার। এ ছাড়া ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার।