বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। মানসিক শান্তির জন্য বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান অধিনায়ক জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে জাহানারা আলম দাবি করেন, জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলেন জ্যোতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এ রকম জানিয়েছে ‘‘না বাবা, এটা আর করব না। তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।’
নারী দলের অন্য ক্রিকেটারদের তুলনায় জ্যোতি বাড়তি সুযোগ-সুবিধা নেয় বলেও মন্তব্য করেন জাহানারা। তিনি বলেন, ‘জ্যোতি তো অনেক সময় ফিটনেস টেস্ট দেয় না। ফিটনেস সেশনও করে না। সহকারী কোচকে নিয়ে ব্যাটিং অনুশীলন করে বেশি। একজন আরেকজনকে ‘‘ব্যাকিং’’ দেয়।’
ক্ষমতা পেয়ে এর অপব্যবহার শুরু করেছে জ্যোতি, এমন মন্তব্যও করেন জাহানারা। জানান, সিনিয়র হলেও নাম ধরে ডাকতেন বর্তমান অধিনায়ক। টাইগ্রেস পেসার এ প্রসঙ্গে বলেন, ‘ক্ষমতা পেয়ে জ্যোতিও এর অপব্যবহার শুরু করে। প্রথমে শুরু করে সিনিয়রদের নাম ধরে ডাকা। সালমা আপুকে ‘‘সাল্লু’’, আমাকে ‘‘এই জাহান’’। আমি অবশ্য অবাক হইনি। জ্যোতি ছোটোবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করত। মারামারি করে হাসপাতালে যাওয়ার রেকর্ডও আছে।’