× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩ দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।

৩০ আগস্ট ২০২৫, ১৩:৫৫ পিএম

ছবি: সংগৃহীত।

টপ এন্ড টি-টোয়েন্টিতে ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। এবার দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও তাদের শুরুটা বাজেভাবে হয়েছে। চারদিনের প্রথম টেস্ট ম্যাচে একদিন হাতে রেখেই ইনিংস ও ১২ রানের ব্যবধানে হেরেছে মাহিদুল ইসলাম অঙ্কনের দল।

ডারউইনে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে ৩৪.৫ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়। যেখানে বাংলাদেশের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ২৭ রান করেন ১১ নম্বর ব্যাটার মোহাম্মদ এনামুল হক। দক্ষিণ অস্ট্রেলিয়া এরপর নিজেদের প্রথম ইনিংসে ১০০.৪ ব্যাট করেছে। দলীয় খাতায় তোলে ৩৮০ রান। স্বাগতিকদের পক্ষে জেসন সাঙঘা ২৩৫ বলে সর্বোচ্চ ১৪৩ রানের ইনিংস খেলেন।

প্রথম ইনিংসেই বাংলাদেশ ‘এ’ দল ২৬৬ রানে পিছিয়ে পড়ে। দ্বিতীয় ইনিংসে তারা সেই রানও করতে পারেনি। প্রথম ইনিংসের চেয়ে উন্নতি হলেও যথারীতি ব্যাটিং বিপর্যয় উপহার দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল বাংলাদেশ ‘এ’ দল ৩৩ ওভারে ৩ উইকেটে ১০৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল। আজ (শনিবার) তৃতীয় দিনের খেলা শুরুর পর নবম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। 

৪৯ রান করা শাহাদাত হোসেন দীপুকে ফেরা হ্যারি থর্নটন। ইয়াসির আলি রাব্বিও থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ। তিনি ফেরেন ৩৬ রানে। তৃতীয় দিনে খেলতে নেমে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক অঙ্কন ও নাঈম হাসান মিলে ৪৮ রান যোগ করেন। ২২ রান করে নাঈম জার্সিস ওয়াদিয়ার বলে এলবিডব্লিউ হয়েছেন। সেখানেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ভেস্তে যায় বাংলাদেশ ‘এ’ দলের। ২৩ রানের ব্যবধানে তারা হারায় ৪ উইকেট।

দুই হাসান (হাসান মাহমুদ ও হাসান মুরাদ) মিলে ইনিংস হার এড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু তাদের জুটির দৌড় থেমেছে ৪৮ রানে। ফলে বাংলাদেশ ‘এ’ দল ৮৩.৩ ওভারে ২৫৪ রান তুলতেই গুটিয়ে যায়। ফলে ইনিংস ও ১২ রানে হার নিশ্চিত হয় অঙ্কনের দলের। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে জর্ডান বাকিংহাম সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.