× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাম্পার ট্রফি পুনরুদ্ধার বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক।

১১ আগস্ট ২০২৫, ১৫:২২ পিএম

ছবি: সংগৃহীত

বার্সেলোনা ৫-০ গোলের বড় ব্যবধানে সিরি আ ক্লাব কোমোকে হারিয়ে জোয়ান গাম্পার ট্রফি জিতেছে । ২০২৪ সালে মোনাকোর কাছে হেরেছিল বার্সা। তবে এবার দাপট দেখিয়ে গাম্পার ট্রফি পুনরুদ্ধার করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচে বার্সার হয়ে দুটি করে গোল করেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে বার্সেলোনা। ২১ মিনিটে কোমোর ডিফেন্ডারদের ভুল পাসের সুযোগ নিয়ে ফারমিন লোপেজ ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে বার্সাকে লিড এনে দেন। বিরতির ১০ মিনিট আগে আবার গোল করেন তিনি।

বিরতির আগেই বার্সা তাদের আক্রমণ বাড়িয়ে দিয়ে আরও দুইটি গোল আদায় করে নেয়। ম্যাচের ৩৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে গোল করেন রাফিনিয়া। এরপর এই ব্রাজিলিয়ান নিজেই বল নিয়ে ইয়ামালকে সহজ এক পাস দেন, যেখান থেকে ইয়ামাল গোল করতে ভুল করেননি।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই বাম কোণে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.