× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফর্ম থাকলে বয়স কোনো বাধা নয়: সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক।

১১ আগস্ট ২০২৫, ১৫:১৮ পিএম

ছবি: সংগৃহীত

রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও নিজেদের ধরে রেখেছেন একদিনের ফরম্যাটে। ২০২৪ সালে বার্বাডোসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১ বছরের শিরোপা খরা কাটানোর পর তারা টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ান। তবু ওয়ানডেতে তাদের ধারাবাহিকতা এখনো চোখে পড়ার মতো।

তবে ২০২৭ সালের বিশ্বকাপে তাদের থাকা না-থাকা নিয়ে চলছে জোর আলোচনা। এ প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানালেন-যতক্ষণ ভালো খেলবেন, ততক্ষণ দলে থাকা উচিত।

গ্রি বিজনেস লিমিটেডের এক অনুষ্ঠানে গাঙ্গুলি বলেন, ‘বলাটা কঠিন। যে ভালো করবে, সে-ই খেলবে। যদি তারা পারফর্ম করে, তবে অবশ্যই চালিয়ে যাওয়া উচিত। কোহলির ওয়ানডে রেকর্ড অসাধারণ, রোহিত শর্মারও তাই। দুজনই সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত।’

রোহিত-কোহলির অনুপস্থিতিতেই ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফিতে ২-২ ড্র করে ভারত। তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ গাঙ্গুলি বলেন, ‘ভারতীয় ক্রিকেট কারও জন্য থেমে থাকে না। প্রতিভার অভাব নেই। সুনীল গাভাস্কার ছিলেন, তারপর এলেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহওয়াগ, ভিভিএস লক্ষ্মণ। তারা সরে গেলে এলো বিরাট কোহলি। আর কোহলি যখন সরে যাবে, তখন উঠে আসবে যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, শুভমন গিল।’

গাঙ্গুলি আরও যোগ করেন, ‘আমাদের শক্তিশালী ঘরোয়া ক্রিকেট, আইপিএল, এ-টিম, অনূর্ধ্ব-১৯-  এসব মিলিয়ে প্রতিভার জোগান কখনও থামবে না।’

ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাঙ্গুলি। ‘ম্যানচেস্টার টেস্টে দ্বিতীয় ইনিংসে আমরা ছিলাম ০/২, সেখান থেকে ওভালে সিরিজ সমতায় আনা অসাধারণ। অনেক দিন পর- সম্ভবত ২০০২ বা ২০০৭-এর পর- ইংল্যান্ডে ভারতের শীর্ষ ছয় ব্যাটার এত ধারাবাহিকভাবে ভালো খেলেছে। শুভমন গিল, যশস্বী, পান্ত, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর—সবার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো,’ বলেন তিনি।

রোহিত ও কোহলি ওয়ানডেতে কতদিন টিকে থাকবেন, তার উত্তর সময়ই দেবে। তবে গাঙ্গুলির বিশ্বাস -ফর্ম থাকলে বয়স কোনো বাধা নয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.