× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কবে মাঠে ফিরছেন তাসকিন?

স্পোর্টস ডেস্ক।

১৫ মে ২০২৫, ২২:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাঁ পায়ের গোড়ালির ইনজুরির কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে পারেননি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চোট সারাতে ইংল্যান্ডে গিয়ে তিনজন ক্রীড়া ফিজিশিয়ানের পরামর্শ নেন তিনি। দেশে ফিরে বর্তমানে নিয়মিত রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই ডানহাতি পেসার।

মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন তাসকিন। মূলত রানিং সেশনেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। আজ (১৫ মে) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেন তাসকিন আহমেদ।

তিনি বলেন, “এক্সাক্টলি কবে ফিরব এটা বলা কঠিন। তবে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ফেরার ইচ্ছা আছে। জুনের প্রথম দিকে আশা করা যায়, যদি কোনো সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ, এখনো কোনো কমপ্লেইন নেই। এভাবে যদি স্মুথলি সব চলে, তাহলে খুব ভালো।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছিলেন তাসকিন। তবে পরে গোড়ালির চোট তাকে আবারও মাঠের বাইরে ছিটকে দেয়।

এর আগেই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তাসকিনের বাঁ পায়ের গোড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি রয়েছে। এই অবস্থায় তাকে ব্যথা ম্যানেজ করেই খেলতে হবে। চোটটি পুরোপুরি নিরাময়ের সম্ভাবনা না থাকলেও এটি নিয়েই পেশাদার ক্রিকেট চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন দেবাশীষ।

সবকিছু ঠিকঠাক থাকলে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে দেখা যেতে পারে বাংলাদেশের এই গতি তারকাকে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.