আইপিএল
ও পিএসএল খেলতে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও
মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের বাইরে থাকায় সাকিবের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে কোনো বাধা নেই। অন্যদিকে, মুস্তাফিজকে দুটি নির্দিষ্ট ম্যাচের জন্য খেলার অনুমতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত
বুধবার (১৪ মে) সংযুক্ত
আরব আমিরাতে সিরিজ খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দল।
ঠিক সেদিনই মুস্তাফিজ ও সাকিবকে ঘিরে
আলোচনায় আসে আইপিএল ও পিএসএল। দিল্লি
ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তারা মুস্তাফিজকে দলে নিয়েছে। একইভাবে জানা যায়, পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন সাকিব। পরে দলটির পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। ড্যারেল মিচেলের ইনজুরির কারণে সাকিবকে দলে নিচ্ছে তারা।
মুস্তাফিজ
এনওসির জন্য আবেদন করেছেন। দিল্লির পক্ষ থেকে তাকে চাওয়া হয়েছে ১৮, ২১ ও ২৪
মে তারিখে তিনটি ম্যাচের জন্য। তবে জাতীয় দলের খেলা থাকায় তিনি কেবল ২১ ও ২৪
মে’র ম্যাচ দুটিতে
অংশ নিতে পারবেন।
এদিকে,
পিএসএলে খেলার ব্যাপারে সাকিব ইতোমধ্যে বোর্ডকে মেইল করেছেন। যেহেতু তিনি জাতীয় দলে নেই, তাই তার খেলার ক্ষেত্রে বাধা নেই বলে বোর্ড সূত্রে জানা গেছে।
এই
প্রসঙ্গে আরও জানা গেছে, বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়েও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বিসিবি। মৌখিক সম্মতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত,
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক
টানাপোড়েন, বিশেষ করে কাশ্মির ইস্যু নিয়ে বিরোধের কারণে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল—এক
সময় বন্ধ হয়ে গিয়েছিল। তবে সেই অচলাবস্থা কাটিয়ে আগামী ১৭ মে থেকে
মাঠে ফিরছে পিএসএল।