× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হৃদয়ের শাস্তি এক বছর পেছালো বিসিবি

স্পোর্টস ডেস্ক।

২৫ এপ্রিল ২০২৫, ২১:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ার ইস্যুতে নিষেধাজ্ঞা পাওয়া মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের শাস্তি এক বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এবারের সুপার লিগে মোহামেডানের হয়ে বাকি দুই ম্যাচ খেলতে তার আর কোনো বাধা নেই।

বিসিবি সূত্রে জানা গেছে, তাওহীদ হৃদয় তার বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করবেন আগামী আসরের প্রথম ম্যাচে। এ নিয়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তৃতীয়বারের মতো এই ক্রিকেটারের শাস্তির সিদ্ধান্ত পরিবর্তন করল।

আজ (২৫ এপ্রিল) বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। মূলত তাওহীদ হৃদয়ের শাস্তি ইস্যু এবং সাম্প্রতিক কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তারা উদ্বেগ জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, হৃদয়কে প্রথমে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, তখন কিন্তু কেউ কিছু বলেনি। কিন্তু কাল আবার এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হলো, সেটা কোন নিয়মে হয়েছে— আমি জানি না। বিষয়টা খুবই হাস্যকর, এটা কোনোভাবেই নিষেধাজ্ঞা হতে পারে না।

গত ১২ এপ্রিল, একটি ম্যাচ চলাকালে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ এবং পরে গণমাধ্যমে মন্তব্য করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাওহীদ হৃদয়কে। কিন্তু পরবর্তীতে বিসিবি কর্তৃপক্ষ নিয়ম ভঙ্গ করে তাকে এক ম্যাচ পরই খেলতে দেয়, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

এই ঘটনাকে ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে আলোড়ন ওঠে। সমালোচনার মুখে বিসিবি আবারও নতুন করে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই শাস্তি চলতি মৌসুমে কার্যকর হচ্ছে না, বরং পরবর্তী মৌসুমে কার্যকর হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.