× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হৃদয়কে আবারও সাসপেন্ড করা হাস্যকর- তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক।

২৫ এপ্রিল ২০২৫, ২১:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ার ইস্যুকে কেন্দ্র করে তাওহীদ হৃদয়কে পুনরায় সাসপেন্ড করাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ (২৫ এপ্রিল) বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তামিম বলেন, হৃদয়কে প্রথমবার দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমরা কেউ কিছু বলিনি। কিন্তু গতকাল আবার তাকে নিষিদ্ধ করা হলো— এটা কোন নিয়মে হলো, আমি জানি না। এটা হাস্যকর এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারদের অসম্মান নিয়ে ক্ষুব্ধ তামিম

তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞার পাশাপাশি ডিপিএলে সম্প্রতি ফিক্সিং ইস্যু নিয়েও বিসিবির অবস্থানকে সমালোচনা করেন তামিম। গুলশান ও শাইনপুকুরের মধ্যকার ম্যাচের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, “আমরা পরিষ্কারভাবে বোর্ডকে বলেছি— যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, তাহলে যারাই জড়িত থাকুক, আমরা চাই শাস্তি হোক। তবে মিডিয়ার সামনে দুজন খেলোয়াড়কে অভিনয় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এটা সম্পূর্ণ অপমানজনক।

তিনি আরও বলেন, বিশ্বের কোনো অ্যান্টি-করাপশন ইউনিটে এমন নিয়ম নেই যে মিডিয়ার সামনে এভাবে খেলোয়াড়দের প্রশ্ন করা হবে। এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক লেগেছে। আমরা একেবারেই খুশি না।

তামিম ইকবাল আরও উল্লেখ করেন, বিপিএলের সময়ও একই রকম ঘটনা ঘটেছে। বিসিবির ভেতর থেকেই ১০ জন ক্রিকেটারের নাম ও ছবি ফাঁস হয়েছে। এখন যদি ৮ জন নির্দোষ হয়, তাহলে সেই সম্মান কে ফিরিয়ে দেবে? এভাবে নাম প্রকাশ করা উচিত নয়। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করে তামিম বলেন, আজ আমরা বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছি মূলত এই বিষয়গুলো নিয়েই। আমরা চাই, ক্রিকেটারদের সম্মান অক্ষুণ্ন থাকুক। কেউ দোষী হলে অবশ্যই শাস্তি হোক, তবে নির্দোষ কাউকে জনসমক্ষে হেয় করা যাবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.