× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট টেস্ট

বড় লিডের পথে এগুচ্ছে বাংলাদেশ

বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা হয়েছে মোটে ৪৪ ওভার

স্পোর্টস ডেস্ক।

২২ এপ্রিল ২০২৫, ১৭:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশন বৃষ্টিতে পুরোপুরি ভেসে যায়। আবহাওয়ার বাধায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর দুপুর ১টায় যখন ম্যাচ শুরু হয়, তখন মাঠে নামা দুই দলই জানতএই দিনে প্রতিটি ওভারের মূল্য অনেক। তাঁর সঙ্গে টাইগার ব্যাটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ ছিল বৃষ্টিভেজা পিচ।

বৃষ্টি শেষে খেলা শুরু হলে উইকেটে এসে মাহমুদুল হাসান জয় মুমিনুল হক গড়ে তোলেন এক  দায়িত্বশীল জুটি। দুই ডানহাতি-বাঁহাতি ব্যাটারড়েন মূল্যবান ৬০ রানের জুটি, যা বাংলাদেশের টপ-অর্ডারের মান-ইজ্জত বাঁচিয়েছে।

এই জুটিতে এগিয়ে থেকে ব্যাট করছিলেন জয়। বেশ কিছু দৃষ্টিনন্দন শটের মাধ্যমে তিনি নিজের ইনিংস সাজান। কিন্তু সেট হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৬৫ বল মোকাবেলায় ৩৩ রান করে মুজারাবানির শর্ট বলে ধুঁকতে থাকা জয় স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ তুলে বিদায় হন।

জয়ের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। এই দুজনের ব্যাটে আবারো ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ঠাণ্ডা মাথায় ব্যাট চালিয়ে তারা গড়েন ৬৫ রানের একটি কার্যকর জুটি। এই সময়টায় মুমিনুল হকের ব্যাট থেকে আসে কিছু চোখ ধাঁধানো কাভার ড্রাইভ স্কয়ার কাট।

মুমিনুল হক যখন ফিফটির দোরগোড়ায়, ঠিক তখনই নোয়াচির বাউন্সার। মাত্র রান বাকি থাকতে (৪৭ রান), তিনি উইকেটরক্ষক মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভিক্টর নোয়াচির বলে। তার ইনিংসটি ছিল ৮৪ বলের, যাতে ছিল ৬টি চারের মার।

চা বিরতির ঠিক আগমুহূর্তে বাংলাদেশ আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়এবার মুশফিকুর রহিম। ক্রিজে সেট হওয়ার আগেই তিনি ২০ বল খেলে মাত্র প্রথম ইনিংসের মত সেই রানেই আউট হন এই অভিজ্ঞ ব্যাটার।

চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল উইকেট হারিয়ে ১৫৫। এতে ৭৩ রানের লিড পায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি নেন ৩টি উইকেট আর মুমিনুলের উইকেটটি নেন নোয়াচি।

চা- বিরতি থেকে ফিরে কিছুক্ষণ হাত চালিয়ে খেলেন জাকের আলি এবং ক্যাপ্টেন শান্ত। ব্যাক্তিগত ৮৪ বলে ৭টি চারের মারে টেস্ট ক্যারিয়ারের ৫ম ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক।

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১২ রানের লিড নিয়ে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ।

উইকেটে ১০৩ বল খেলে ৬০ রান খেলে অপরাজিত আছেন শান্ত। আরেক প্রান্তে ৬০ বলে ২১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন জাকের আলি অনিক।

বৃষ্টিতে প্রথম সেশন ভেসে যাওয়ার পর, দিনের শেষ সেশনেও বিগত দু'দিনের মত আলোকস্বল্পতায় খেলা শেষ হয়ে গেছে তৃতীয় দিনের খেলা। এদিন মাঠে গড়িয়েছে কেবল ৪৪ ওভার।

চতুর্থ দিনের খেলা শুরুর আগে দুই দলেরই নজর থাকবে আবহাওয়ার পূর্বাভাসের ওপর।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.