সিলেট
টেস্টের প্রথম দিনটা ভুলে যাওয়ার মতোই কাটলো বাংলাদেশের জন্য। ব্যাটিং ইউনিট আগেই হতাশ করেছে, এবার বোলিং ইউনিটের ওপর থাকা ভরসাটুকুও পূরণ হলো না। জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়েও দাঁড়াতে পারেনি টাইগাররা।
প্রথম
ইনিংসে লড়াকু স্কোর গড়তে ব্যর্থ হওয়া বাংলাদেশ দিন শেষে আক্ষেপে পুড়েছে তরুণ পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদদের
নিষ্প্রভ বোলিং দেখে। তবে শুধু বোলারদের দোষ না দিয়ে, জিম্বাবুয়ের
দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন-এর ধীরস্থির ও
দৃঢ় ব্যাটিংয়েরও প্রশংসা প্রাপ্য।
আলোকস্বল্পতার
কারণে খেলা শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত, মাত্র
১৪.১ ওভারে তারা
তুলেছেন ৬৭ রান। বাংলাদেশের
বিপক্ষে টেস্টে এটি জিম্বাবুয়ের ওপেনিং জুটিতে ষষ্ঠ সর্বোচ্চ রান।
যে
পিচে বাংলাদেশের ব্যাটাররা পুরোটা দিন ধুঁকেছেন, সেই পিচেই শেষ বিকেলে স্বাচ্ছন্দ্যে ব্যাট চালিয়েছেন ব্রায়ান বেনেট। ৩৭ বলে ৬টি
চারের সাহায্যে করেছেন ঝোড়ো ৪০ রান। তার
সঙ্গী বেন কারেন ছিলেন আরও ধীরস্থির— ৪৯ বলে করেছেন
১৭ রান।
বাংলাদেশ
অধিনায়ক চারজন বোলার ব্যবহার করেও কোনো উইকেটের দেখা পাননি। ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও এভাবে
প্রতিপক্ষকে শুরুতে লাগামহীন সুযোগ দেওয়ায় দিন শেষে চাপ আরও বাড়িয়েছে স্বাগতিকদের ওপর।
টেস্টের
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে এখনো ১২৪ রানে পিছিয়ে থাকলেও, তাদের হাতে রয়েছে ১০ উইকেট। দ্বিতীয়
দিনে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে দ্রুত উইকেট তুলে নেওয়ার বিকল্প নেই।