× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।

২০ এপ্রিল ২০২৫, ১০:১৫ এএম

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে। দুই ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

বাংলাদেশ একাদশে পরিবর্তন

এই টেস্টে বাংলাদেশের একাদশে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম। সর্বশেষ টেস্টে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) খেলা জাকির হাসান একাদশ থেকে বাদ পড়েছেন। সিলেটের পিচ পেসবান্ধব হওয়ার সম্ভাবনা থাকায় বাংলাদেশ তিন পেসার নিয়ে নেমেছে: নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ

স্কোয়াডে চারজন উইকেটরক্ষক থাকলেও, ম্যাচে কিপিং করবেন জাকের আলী অনিকএটি এখন পরিষ্কার।

অভিজ্ঞ মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে টেস্টে কিপিং করছেন না। অন্যদিকে, জাকির হাসান একাদশের বাইরে এবং মাহিদুল ইসলাম অঙ্কন স্কোয়াডে থাকলেও মূল দলে জায়গা পাননি। সে অনুযায়ী কিপিংয়ের দায়িত্ব পড়েছে জাকেরের ওপর।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিক ওয়েলক, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাদেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টোর নোয়াচি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.