× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দলের রেকর্ড সংগ্রহ

স্পোর্টস ডেস্ক।

১৫ এপ্রিল ২০২৫, ২০:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

টানা দুই জয়ের পর আজ (১৫ ডিসেম্বর) মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডের বিপক্ষে তারা গড়েছে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ২৭৬ রান। এই রেকর্ড গড়ার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে ফিফটি করেছেন দুই অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিংকী শারমিন আক্তার সুপ্তা।

পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জ্যোতি। শুরুটা ধীরে হলেও ফারজানা শারমিনের ১২৭ রানের জুটি দলকে শক্ত ভিত দেয়। ফারজানা ৮৪ বলে ৫৭ শারমিন ৭৪ বলে সমান ৫৭ রান করেন। তবে দুই ব্যাটারই ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি।

এরপর সোবহানা মোস্তারি () রিতু মণি (১২) দ্রুত ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক জ্যোতি। ফাহিমা খাতুনের (২৬) সঙ্গে ৬১ রানের জুটি গড়ে দলের স্কোর বড় করেন তিনি। শেষ পর্যন্ত জ্যোতি ৫৯ বলে ১১টি চারে ৮৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার ইনিংসেই বাংলাদেশ পৌঁছে যায় ২৭৬ রানের বিশাল সংগ্রহে।

এটি বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান। এর আগে চলমান বাছাইপর্বেই থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান ছিল তাদের আগের রেকর্ড। সেই রেকর্ড আজ ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে টাইগ্রেসরা।

স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ব্রাইস নিয়েছেন সর্বোচ্চ দুটি উইকেট। এছাড়া চারজন বোলার নিয়েছেন একটি করে উইকেট। ম্যাচে ৬টি ক্যাচ নিয়ে রেকর্ড গড়েছেন ক্যাথরিন ফ্রেজার, যা স্কটিশ মেয়েদের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.