× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতি ছক্কা-উইকেটে গাজায় ১ লাখ রুপি দিচ্ছে রিজওয়ানদের মুলতান সুলতান্স

স্পোর্টস ডেস্ক।

১৩ এপ্রিল ২০২৫, ১২:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিশ্ব মানবতার ইতিহাসে অন্যতম এক অন্ধকার অধ্যায় চলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। দখলদার ইসরায়েলের নির্মম গণহত্যা আর অব্যাহত হামলায় প্রাণ হারাচ্ছে হাজারো নিরীহ মানুষ। বিশ্বজুড়ে এই ঘটনায় নিন্দার ঝড় বইছে, ক্রীড়াঙ্গন থেকেও আসছে সংহতির বার্তা।

তারই ধারাবাহিকতায় এবার গাজার যুদ্ধবিধ্বস্ত শিশুদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স। পিএসএলের দশম আসরের প্রথম ম্যাচেই এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগের কথা জানায় দলটি।

গতকাল (১২ এপ্রিল) রাতে নিজেদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বার্তায় মুলতান জানায়, গাজার শিশুদের সহায়তায় প্রতিটি ছক্কা উইকেটের জন্য তারা লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪৩ হাজার টাকা) করে অর্থ সহায়তা দেবে।

ম্যাচ শুরুর আগে টসের সময় এই ঘোষণা দেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তিনি বলেন, মুলতান সুলতান্সের পক্ষ থেকে আমি একটি ঘোষণা দিতে চাই। আমাদের খেলোয়াড়রা যখন চার, ছয় মারবে কিংবা উইকেট পাবে, আমরা তখন ফিলিস্তিন গাজার শিশুদের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করব।

পরে দলের মালিক আলি তারিন এক ভিডিও বার্তায় জানান, এবারের পিএসএলে আমরা ফিলিস্তিনে দাতব্য সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটাররাও এতে অংশ নিতে চেয়েছেন। প্রতিটি ছক্কা এবং উইকেটের জন্য লাখ রুপি বরাদ্দ করা হবে, যা বিশেষভাবে গাজার শিশুদের জন্য ব্যয় করা হবে।

ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মুলতান ক্রিকেটাররা মোট ৭টি ছক্কা এবং ৬টি উইকেট শিকার করে। সে অনুযায়ী, দলটি গাজার জন্য মোট ১৫ লাখ পাকিস্তানি রুপি (প্রায় সাড়ে লাখ টাকা) দান করার ঘোষণা দেয় ম্যাচ শেষে।

তবে ক্রিকেটীয় দিক থেকে দিনটি মুলতানের জন্য সাফল্যময় ছিল না। আগে ব্যাট করে অধিনায়ক রিজওয়ানের সেঞ্চুরিতে ২৩৪ রানের বিশাল স্কোরদাঁড় করালেও, করাচি কিংস বল উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। করাচির পক্ষে সেঞ্চুরি করেন জেমস ভিন্স।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.