ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা, এবং এর মধ্যে শিশুদের শিকার হওয়া সবচেয়ে বেশি। এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের নৃশংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা।
গাজার বাসিন্দাদের জন্য বিশ্ববাসী হৃদয়বিদারক অনুভূতি প্রকাশ করছে, এবং বাংলাদেশ থেকেও প্রতিবাদ হচ্ছে। ক্রীড়াঙ্গনের তারকারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। টাইগার দলের পেসার নাহিদ রানা নিজের ফেসবুক ওয়ালে গাজায় ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, "এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।"
-67f298ce7ea2b.jpg)
উল্লেখযোগ্য, ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও ব্যাপক হামলা শুরু করে। ওই সময় থেকে এখন পর্যন্ত দিনে গড়ে ১০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের অবরোধের ফলে গাজা এক মাস ধরে সম্পূর্ণ অবরুদ্ধ, যার কারণে পরিস্থিতি "দমবন্ধকর" হয়ে পড়েছে।
গাজার স্বাস্থ্যসেবা খাত এখন নাজুক অবস্থায়। চিকিৎসকরা জানিয়েছেন, এত মানুষ আহত হয়েছে যে হাসপাতালগুলোতে জায়গা পাচ্ছে না। এছাড়া, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে, ফলে সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান করা যাচ্ছে না।