আগামী ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য পাকিস্তানে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঢাকা ছাড়ার আগে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ সরোয়ার ইমরান জানান, বাছাইপর্বে প্রতিটি দলের বিপক্ষেই জয়ের ব্যাপারে তারা আশাবাদী।
তবে তিনি এও বলেছেন, বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি চ্যালেঞ্জিং হতে পারে।
বাংলাদেশ নারী দলের প্রথম ম্যাচটি ১০ এপ্রিল হবে, যেখানে তারা থাইল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ১৩, ১৫ ও ১৭ এপ্রিল যথাক্রমে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
বাছাই পর্বের শেষ ম্যাচটি ১৯ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে হবে। ৬ দলের এই বাছাই পর্বে সেরা দুটি দল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে।