× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাসায় ফিরলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক।

২৮ মার্চ ২০২৫, ১৬:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

চার দিন আগে হার্টে রিং পরানোর পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তাকে বাসায় বিশ্রাম নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

আজ(২৮ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেন তামিম।

গতকাল এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ড. আরিফ মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থা খুব ভালো। তিনি খাওয়া-দাওয়া করছেন এবং সবার সঙ্গে কথা বলছেন। সিসিইউ থেকে রুমে স্থানান্তরিত হওয়ার পর তাকে এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে, তারপর তিনি বাসায় যেতে পারবেন।

তবে, হাসপাতাল থেকে বাসায় ফেরার পরও তামিমের খেলায় ফেরার বিষয়ে কিছু বলা যাচ্ছে না। কবে তিনি মাঠে ফিরে খেলবেন, সে বিষয়টি এখনই স্পষ্ট নয়।

উল্লেখ্য, ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অসুস্থ হয়ে পড়েন তামিম। মাঠে ফিল্ডিং করার সময় তিনি অসুস্থ অনুভব করলে কিছুক্ষণ বিশ্রাম নেন, পরে আবার মাঠে ফিরলেও পরিস্থিতি খারাপ হয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং পরীক্ষার পর জানা যায় যে, তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। সেদিনই তার হার্টে রিং পরানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.